আইফোন ১৬ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপলের একটি ইভেন্ট আছে। সেই ইভেন্ট থেকেই আইফোন ১৬ প্রো-মডেলের ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্যাজেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার আইফোন ১৬-এ ছবি তোলার জন্য নতুন একটি বাটন থাকবে। যার টাচ ফেসিলিটি অন্যরকম হবে। ফোকাস ও জুম ওই বাটনের মাধ্যমেই করা যাবে। ফোটো বা ভিডিও তোলার সময় ব্যবহারকারীদের সুবিধার জন্যই এই বাটন দিচ্ছে অ্যাপল।
আইফোন ১৫-প্রো মডেলের মতো এই সিরিজের ডিজাইন একই থাকবে। টাইটেনিয়াম ফ্রেম থাকবে। বেজেল, কর্নারের ডিজাইনও একই থাকবে। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এবার ডিসপ্লের বদল করতে চলেছে অ্যাপল। আইফোন ১৬ প্রো মডেলের ডিসপ্লে হবে ৬.১ ইঞ্চি।