ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী কার্যক্রম। শেষ পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৩টি প্যানেল অংশগ্রহণ করছে।
এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিল সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। নির্বাচনে অংশগ্রহণের ১১ পদের বিপরীতে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। তবে ১৭ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এবারের নির্বাচনে ১১ পদে অংশ নিচ্ছেন ৩৩ প্রার্থী। শুরুতে ৪টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও এখন ৩টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
প্যানেল তিনটির নেতৃত্ব দিচ্ছেন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের ৩ পরিচিত মুখ রাসেল টি আহমেদ, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক এবং মোস্তাফিজুর রহমান সোহেল। এদের মধ্যে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে ‘টিম সাকসেস’ ও মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে ‘টিম স্মার্ট’।
ওয়ান টিম
টিম ক্রিয়েটিভ-এর প্রাধান কার্যনির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ এর নেতৃত্বে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে তৈরি প্যানেল বলা হচ্ছে ‘ওয়ান টিম’কে। প্যানেলের নেতৃত্বদানকারী রাসেল টি আহমেদ বেসিসের বর্তমান পরিষদের সভাপতি । তিনি এরও আগে চারবার কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১২-১৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক, ২০১৩-১৪ মেয়াদে সাধারণ সম্পাদক, ২০১৪-১৬ মেয়াদে জ্যেষ্ঠ সহ সভাপতি, ২০১৬-১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ সভাপতি এবং ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলে পাঁচবার কার্যনির্বাহী পরিষদে থাকার কারণে তার সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
‘ওয়ান টিমে’র অন্যান্য সদস্যদের মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ, সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রাশিদুল হাসান, বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, টেকনোগ্রাম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফকরুল হাসান, এআর কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, শ্যুটিং স্টার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও দিদারুল আলম এবং রেইজ আইটি সল্যুউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ।
এছাড়া অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে প্যানেলে রয়েছেন নেক্সট ভেঞ্চার অ্যান্ড ফাইনালাইটিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে রয়েছেন কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এবং ইন্টারন্যাশনাল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল।
‘টিম সাকসেস’
ফ্লোরা টেলিকম লিমিটেডের প্রাধান কার্যনির্বাহী কর্মকর্তা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বের প্যানেলচির নাম ‘টিম সাকসেস’। মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বেসিস এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি এর আগে তিনবার কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯-২০০১ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে কোষাধ্যক্ষ, ২০০২-২০০৩ মেয়াদে সাধারণ সম্পাদক ও ২০১৮-২১ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। স্মার্ট বাংলাদেশের সহযোগী ও সম্পূরক প্রতিষ্ঠান হিসাবে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে টিম ‘সাকসেস’।
‘টিম সাকসেস’ প্যানেলে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মাদ আমিনুল্লাহ, সৈয়দা নাফিসা রেজা বর্ষা, ফারজানা কবির ঈশিতা, সহিবুর রহমান খান রানা, রাফসান জানি সামির, আব্দুল আজিজ।
‘টিম স্মার্ট’
‘টিম স্মার্ট’-এর নেতৃত্বে আছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। তিনিও এর আগে দুইবার কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪-১৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৬-১৮ মেয়াদে পরিচালক এবং ২০২২-২৩ মেয়াদে পরিচালক দায়িত্ব পালন করছেন। তিনিও তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করছেন।
এ প্যানেলে আরও আছেন একঝাঁক তরুণ প্রার্থী। প্যানেলটি থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ, নগদ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন, আমার পে’র (সফট টেক ইনোভেশন লিমিটেড) ম্যানেজিং ডিরেক্টর এ এম ইশতিয়াক সারোয়ার, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও সিইও মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।
টিম স্মার্টের অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী এডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশ-এর চিফ করেপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।
উল্লেখ্য, বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ১১ পদে মোট ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। তফশীল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকাল ৪টা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।
বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।