সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে শিগগিরই বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে ভারতের দিল্লী মেট্রো। ইতিমধ্যেই ডিআরএমসি প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট সৌর শক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে প্রচুর পরিমানে বিদ্যুৎ সাশ্রয় করছে মেট্রো অপারেটরটি। ২০২১ সালের মধ্যে শতভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এই রেকর্ড অর্জন করবে প্রতিষ্ঠানটি।
বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি, কার্বন দূষণ এবং গ্রীণ সল্যুউশনকে বিবেচনায় রেখে বিশ্ব এখন সৌর শক্তি বা সৌর বিদ্যুৎ ব্যবহারের জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় দিল্লী মেট্রো রেল কর্পোরেশন (ডিআরএমসি) সৌর শক্তি ব্যবহার করে মেট্রো পরিচালনা করছে। মধ্য প্রদেশের রেওয়া থেকে এই শক্তি ৭৫ মেগাওয়াট সরবরাহ করা হয়। এছাড়া বিভিন্ন স্টেশনে সোলার এনার্জি প্লান্টের মাধ্যমে আরও ২৫ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয়।
প্রকাশিত তথ্য মতে, সাশ্রয়ী খরচে প্রতিবছর ৩৪৫ মিলিয়ন ইউনিট সোলার পাওয়ার ব্যবহার করতে পারবে দিল্লী মেট্রো। যা প্রতিষ্ঠানটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৬০ শতাংশ। ধীরে ধীরে এই পরিমান আরও বাড়বে।