আগামী মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন প্রজন্মের পিক্সেল এইট-এ স্মার্টফোন উন্মোচন করবে গুগল। পিক্সেল এইট সিরিজের নতুন এ স্মার্টফোন পিক্সেল সেভেন-এর উত্তরসূরি বলে সূত্রে জানা গেছে।
নতুন এ স্মার্টফোনে গুগল এবার তাদের নিজস্ব এআই-নির্ভর বেশকিছু ফিচার অন্তর্ভুক্ত করে বাজারজাত করবে বলে আশা করছেন প্রযুক্তিবিশারদরা। প্রাপ্ত তথ্যানুযায়ী, গুগল পিক্সেল এইট-এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের সর্বশেষ টেনসর জি থ্রি চিপ, যা গুগল পিক্সেল এইট সিরিজের ফ্ল্যাগশিপ পিক্সেল এইট ও পিক্সেল এইট প্রোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল।
ভারতে পিক্সেল এইট-এর দাম তার পূর্বসূরি পিক্সেল সেভেন-এর চেয়ে এবার ১-২ হাজার রুপি বেশি হতে পারে।