শিক্ষিত, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত যে কেউ হোক না কেন, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ঝামেলায় পড়েননি এমন লোক খুব কমই আছে কারন, ডাক্তারের প্রেসক্রিপশন কি লেখা থাকে তা বুঝতে পারা এক প্রকার বিদ্যা রপ্ত করার মতো।
এখন সেই বিদ্যা রপ্ত করা কি এতোই সহজ, দরকার অনেক দিনের সাধনা। কতজন সেই সাধনা করতে পারে। যাইহোক গুগল সেই সাধনার সময় কমানোর একটা উপায় বের করতে কাজ করে যাচ্ছে।
আর্ন্তুজাতিক একাধিক গণমাধ্যমের খবর, সম্প্রতি গুগল ইন্ডিয়ার পরিচালক (গবেষণা) মনিষ গুপ্তা বলেন, “প্রেসক্রিপশনগুলো হাতের লেখা, যেগুলো পড়া এবং বোঝা খুবই কষ্টকর, ফার্মসিস্টরা মেজিসিয়ান। এটি একটি জটিল প্রক্রিয়া, তাই আমরা এআই এর সাহায্যে এগুলোকে সহজ করতে চাই।”
এ বিষয়ে ডেমো ভিডিও দেখান তিনি, সেখানে কিভাবে এআই প্রেসক্রিপশন পড়তে সাহায্যে করবে তা দেখানো হয়।গুপ্তা বলেন, এআই সিস্টেমটি এখনো আপগ্রেডেশনের কাজ চলমান। সিস্টেমটির অ্যাকুরেসি লেভেল আগের থেকে বেড়েছে। তিনি বলেন, সিস্টেমটি আরো আপগ্রেডেশনের পর আমরা পার্টনারদের সাথে কথা বলবো।