টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন টিম ক্রিয়েটিভ সিইও রাসেল টি আহমেদ। দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পদ বন্টন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসিস কার্যালয়ে নির্বাচিত পরিচলকরা মিলে নিজেদের মধ্যে পদ বণ্টন করেন।
আগামী ১১ মে এই নতুন কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেবে বেসিস নির্বাচন কমিশন।
পদবণ্টন অনুযায়ী টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি নির্বাচিত হলেন টিম ক্রিয়েটিভ সিইও রাসেল টি আহমেদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেড সিইও মোঃ রাশিদুল হাসান। একইসঙ্গে আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে বিজয়ী মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল ভাইস প্রেসিডেন্ট (প্রশাসনিক) এবং ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান ভাইস প্রেসিডেন্ট (অর্থ) নির্বাচিত হয়েছেন।
ভোটে জয়ী বাকি সাত জন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন অ্যাডভান্সড ইআরপি’র সিইও মোস্তাফিজুর রহমান সোহেল, শ্যুটিং স্টার লিমিটেডের সিইও দিদারুল আলম, এআর কমিউনিকেশন এর আসিফ রহমান, অ্যানালইজেন বাংলাদেশ লিমিটেডের মোহাম্মাদ রিসালাম সিদ্দিকী, বন্ডস্টেইন টেকনোলজি’র মীর শাহরুল ইসলাম, কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের বিপ্লব জি রাহুল এবং ফাইনালিটিক্স এর সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।
উল্লেখ্য, অ্যাডভান্সড ইআরপি’র সিইও মোস্তাফিজুর রহমান সোহেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন।
উল্লেখ, গত ৮ মে বেসিস নির্বাচনে আবারও বিজয় লাভ করে রাসেল টি আহমেদের প্যানেল। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় ‘ওয়ান টিম’ প্যানেল। বেসিসের ১১টি পদের মধ্যে ৮টিতে জিতেছে এই প্যানেল। ‘টিম স্মার্ট’ প্যানেল পেয়েছে তিনটি পদ।