প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ও মিডিয়াটেক এবার এআই-নির্ভর হ্যান্ডহেল্ড গেমিং নির্মাণে অংশীদার হতে যাচ্ছে। প্রযুক্তি কোম্পানি দুটি এআই-নির্ভর অ্যাপের জন্য বিশেষভাবে ডিজাইনের একটি এআরএম-ভিত্তিক সিস্টেম-অন-চিপ (এসওসি) বিকাশে কাজ করছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, মিডিয়াটেক বর্তমানে পরবর্তী প্রজন্মের গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইসের চিপ তৈরিতে কাজ করছে। যাতে ব্যবহার করা হবে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং সক্ষমতা। প্রযুক্তিবিদরা মনে করছেন, এ চিপ এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং সক্ষমতাকে কাজে লাগিয়ে শক্তিশালী হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস তৈরি করা যাবে। এরই মধ্যে চীনের বেশ কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান এ চিপ কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগেও এনভিডিয়ার হ্যান্ডহেল্ড গেমিংয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তারা এর আগে শিল্ড কনসোলের মাধ্যমে হ্যান্ডহেল্ড গেমিংয়ের বাজারে প্রবেশ করেছিল। যাতে ব্যবহার করা হয়েছিল এনভিডিয়ার টেগ্রা চিপ। এছাড়া জনপ্রিয় নিনতেনদো সুইচেও এনভিডিয়ার টেগরা চিপসেট ব্যবহার করা হয়েছে। যদিও বর্তমানে এএমডি হোম কনসোলের ক্ষেত্রে বাজার আধিপত্য ধরে রেখেছে। এর চিপগুলো মূলত স্টিম ডেকের মতো বেশির ভাগ হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, আসন্ন নিনতেনদো সুইচ টু গেমিং ডিভাইসেও এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২০৫০ সমমানের গ্রাফিকস পারফরম্যান্সসহ একটি হালনাগাদ করা টেগ্রা চিপ ব্যবহার করা হতে পারে। তবে এনভিডিয়া যদি হ্যান্ডহেল্ড গেমিংয়ের জন্য বিশেষভাবে একটি নতুন চিপ তৈরি করে, তবে তা হ্যান্ডহেল্ড গেমিংয়ের বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন গেমিং খাতসংশ্লিষ্টরা।