বেসিসের সদস্য ও অংশিজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। শনিবার বিকেলে রাজধানীর রাওয়া কনভেশন সেন্টারে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি বলেন, পবিত্র মাহে রমজানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যাঁরা অনবদ্য অবদান রেখে চলেছেন তাঁদের সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। বেসিস তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, বেসিসের সকল সদস্যই নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এসময় বেসিস সদস্যদের আগাম ঈদের শুভেচ্ছাও জানান মাননীয় মন্ত্রী।
বিশেষ অতিথি মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, আইসিটি এখন দেশের শিল্প খাতগুলোর মধ্যে অন্যতম একটি আর্থিক খাত। মাত্র ১০ বছরে এই খাতের রপ্তানি আয় এখন ১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এ খাতের প্রসারে বেসিসের ভূমিকা অনস্বীকার্য। এ খাতের প্রসারে আমাদের তরফ থেকে যা যা সাহায্য দরকার আমরা করবো।
অনুষ্ঠানে সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে বেসিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। উক্ত সমঝোতা স্মারকের আওতায় বেসিসের নারী নেতৃত্বাধীন সদস্য প্রতিষ্ঠানসমূহ আইপিডিসির ‘জয়ী’র আওতাধীন আর্থিক সহযোগিতা পাবেন। পাশাপাশি, আইপিডিসির নতুন আর্থিক সাপ্লাই চেইন ‘অর্জন’-এর মাধ্যমে ক্ষুদ্র, মাঝারী ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ আর্থিক সহযোগিতা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সদস্যদের কল্যাণে বেসিস সর্বদাই বদ্ধপরিকর। আইপিডিসি’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আশা করি বেসিস এর সদস্য প্রতিষ্ঠানসমূহ ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবেন। ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য প্রায় আট শতাধিক সদস্যদেরকেও ধন্যবাদ জানান বেসিস সভাপতি।
এসময় আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি যৌথ প্রয়াসের এগিয়ে যাওয়ায় বিশ্বাস করে। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার বেসিসের সাথে যৌথভাবে বেসিস সদস্যদের আর্থিক সহায়তা প্রদানে আমাদের এ সমঝোতা স্মারক অগ্রণী ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসিস ইফতার ও দোয়া মাহফিল ২০১৯’র আহ্বায়ক এবং বেসিসের সহ-সভাপতি (অর্থ) জনাব মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান।
বেসিস ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বেসিস এর সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক তামজিদ সিদ্দিক ¯পন্দন, পরিচালক দিদারুল আলম, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম।
বেসিসের ইফতার ও দোয়া মাহফিলে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আইপিডিসি’র পক্ষে আরোও উপস্থিত ছিলেন রিজওয়ান দাউদ শামস, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, শাহ ওয়ারিফ হোসাইন, সিওও, আব্দুল মাবুদ তুষার, হেড অব সাপ্লাই চেইন ফাইন্যান্স, সাজ্জাদ হোসাইন চৌধুরী, হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেসিসের ইফতারে সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসমূহের উচ্চ পদস্থ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের নেতৃবৃন্দ, গণমাধ্যমসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।