অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিনির্ভর ১০০ ইঞ্চির ভার্চুয়াল স্ক্রিনযুক্ত ল্যাপটপ ওয়ার্কস্পেস তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান সাইটফুল। এর নাম রাখা হয়েছে স্পেসটপ জিওয়ান। পোর্টেবল ডিভাইসটি এআর প্রযুক্তির সক্ষমতা কাজে লাগিয়ে ভারী হেডসেট বহনের নতুন এক বিকল্প তৈরি করেছে। এরই সঙ্গে এটি প্রচলিত ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে বলে দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্পেসটপ জিওয়ান এআর ল্যাপটপ খুব লাইটওয়েট ডিজাইনে তৈরি করা হয়েছে। এতে এআর গ্লাসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলো নিয়ন্ত্রণের ফিচার রয়েছে। এটি যেকোনো স্থানে আরামদায়কভাবে ব্যবহার ও পরিষ্কার দৃশ্যমান ছবি দেখার সুবিধা দেবে। ডিভাইসটির ব্যাটারি লাইফ প্রায় ৮ ঘণ্টা। হাই পারফরম্যান্সের জন্য নতুন এ ডিভাইসটিতে দ্রুতগতির কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া কোম্পানিটি কাটিং-এজ হার্ডওয়্যারের জন্য কোয়ালকমের সঙ্গে অংশীদারত্বও করেছে বলে সূত্রে জানা গেছে।
সাইটফুলের স্পেসটপ জিওয়ানে ব্যবহার করা হয়েছে অনবোর্ড এআই প্রযুক্তি, যা ব্যবহারকারীদের নতুন আঙ্গিকে এআই টুলকে ব্যবহার করার সুযোগ করে দেবে। বর্তমানে বাজারে থাকা অন্যান্য অগমেন্টেড রিয়ালিটি ডিভাইসের বিপরীতে সাইটফুলের স্পেসটপ জিওয়ান ব্যবহারকারীদের কাজের ক্ষেত্রে উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দিয়েছে।
ব্যবহারকারীবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করতে ও স্পেসওএস অপারেটিং সিস্টেমকে পরিমার্জন করার জন্য কোম্পানিটি প্রাথমিকভাবে ব্যবহারকারীদের থেকে বর্তমানে প্রতিক্রিয়া নিচ্ছে। চলতি বছরের অক্টোবর থেকে স্পেসটপ জিওয়ান ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯০০ ডলার। ওয়ার্কস্পেস কম্পিউটিংয়ের উদ্ভাবনী পদ্ধতির সঙ্গে স্পেসটপ জিওয়ানের লক্ষ্য ল্যাপটপের অভিজ্ঞতা পুরো বদলে দেয়া।