হ্যাকারদের অভিনব সব কৌশলের কারণে কোনো গোপন তথ্যই এখন আর নিরাপদ নয়। হ্যাক করে কম্পিউটার, ল্যাপটপ এমনকি মোবাইলের সব তথ্য নিয়ে যায় তারা। এ নিয়ে পড়তে হয় বিপদে। এবার আরও একটি অভিনব উপায়ে হ্যাকিংয়ের ঘটনা শুরু হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন তাও হ্যাক করতে পারে হ্যাকার। এই ওয়াইফাই হ্যাক করে তারা নিয়ে নিতে পারে আপনার গোপন সব তথ্য। এই তথ্যের মধ্যে থাকতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও। এরপর হাতিয়ে নিতে পারে অ্যাকাউন্টে থাকা সব টাকা।
কীভাবে বুঝবেন ওয়াইফাই হ্যাক হয়েছে?
ইন্টারনেট প্রোভাইডারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ইন্টারনেট ঠিক আছে। স্পিডও তারা ঠিকঠাক দিচ্ছেন। কিন্তু ওয়াইফাইয়ের স্পিড একটু পরপর কমে গেলে বুঝবেন হ্যাক হতে পারে রাউটার।
আইপি অ্যাড্রেস উল্টাপাল্টা হলে এমন হতে পারে। সেক্ষেত্রে দ্রুত রাউটার বন্ধ করে চালু করুন। পরে যেসব ডিভাইস এর বাইরে রাখতে চান সেগুলো বাদ দিন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হুট করে বদলে যাওয়াও হ্যাকিংয়ের লক্ষণ। এমন হলে প্রোভাইডারের সঙ্গে কথা বলুন।
হুট করেই যদি তাকিয়ে দেখেন মোবাইল নিজের অজান্তে অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, তাহলে বুঝবেন এটি হ্যাকারের কাজ।
অনলাইনে পণ্যের অফার দিয়ে এভাবে আপনার ফোনে ঢুকে যেতে পারে হ্যাকার। যদিও বাংলাদেশে এই প্রবণতা এখনো কম।