দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-ক্যাব (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ২৭ জুলাই। এ উপলক্ষ্যে এবার ভোটার হয়েছেন ১ হাজার ৩৬৪ জন। অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠনটির প্রায় ২ হাজার ৬শ ই-কমার্স সদস্য প্রতিষ্ঠানের মধ্যে আপিল বোর্ডের রায়ে সোমবার (২৪ জুন) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র আহ্বান করা হয় একই বিজ্ঞপ্তিতে।
নির্বাচন সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ জুন (বৃহস্পতিবার) প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার অনুকূলে প্রেরিত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে আপিল বোর্ড ১ হাজার ৩৬৪ জনকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। তাই উক্ত সদস্যদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে (৫ম তলা) এবারের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, মঙ্গলবার (২৫ জুন) থেকে নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিধি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মনোনোয়নপত্রের ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনোয়নপত্র ফি রাখা হয়েছে ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ জুন অনুষ্ঠিত ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বছর নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৭৯৫। এই হিসেবে এবার ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ।
এর আগে গত মার্টে জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ইতোমধ্যে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ৯ জন থেকে বর্ধিত হয়ে ১১ জন করা হয়।