স্মার্টফোন হোক বা ল্যাপটপ সব দিক দিয়েই অ্যাপলের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে স্যামসাং। টেকনোলজির প্রতিটি ধাপে মার্কিন প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এবার সেই তালিকায় বড় চমক স্যামসাংয়ের নতুন স্মার্ট এআই ল্যাপটপ, যা ম্যাকবুকের থেকেও দামি। এই ল্যাপটপ হল গ্যালাক্সি বুক ৪ আলট্রা।
চলতি বছর ফেব্রুয়ারিতেই লঞ্চ হয়েছিল গ্যালাক্সি বুক ৪ প্রো, গ্যালাক্সি বুক ৪ প্রো ৩৬০, গ্যালাক্সি বুক ৪ ৩৬০। এবার সেই তালিকায় যোগ হল সবথেকে সেরা ভার্সনটি। আর স্যামসাংয়ের দাবি অনুযায়ী, এই ল্যাপটপের সবথেকে সেরা ফিচারটি হল প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের নতুন কোর আলট্রা চিপসেট। মিলবে অত্যাধুনিক এআই ফিচার্স।
এই চিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নানা টাস্ক করতে সক্ষম বলে দাবি করেছে স্যামসাং। কোম্পানি আরও জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি বুক ৪ সিরিজ তাদের সবথেকে বুদ্ধিমান এবং অ্যাডভান্স ল্যাপটপ। শুধু ইন্টেলের দুরন্ত প্রসেসর নয়, এতে রয়েছে এনভিডিয়ার সেরা গ্রাফিক্স কার্ড। এতে পাবেন টাচ-এনেবেল ডিসপ্লে এবং উন্নত কুলিং সিস্টেম।
স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আলট্রার ফিচার
এতে মিলবে ১৬ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে, থ্রিকে রেজুলেশন এবং ৪০০ নিটস পিক ব্রাইটনেস। মাল্টি-টাস্কিংয়ের জন্য রয়েছে ইন্টেলের নতুন কোর আল্ট্রা ৯ অথবা কোর আল্ট্রা ৭ সিপিইউ। ল্যাপটপে এনভিডিয়ার জিওফোর্স আরটিএক্স ৪৭০ গ্রাফিক্স কার্ড রয়েছে। সর্বাধিক ৩২ জিবি ব়্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ পাওয়া যাবে এই ল্যাপটপে।
কানেক্টিভিটির জন্য পাবেন ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩। এছাড়াও রয়েছে থান্ডারবোল্ট ৪ ইউএসবি টাইপ পোর্ট, এইচডিএমআই ২.১, মাইক্রো SD এবং হেডফোন/মাইক্রোফোন। ল্যাপটপে ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে ৭৬ ওয়াট আওয়ার এবং স্যামসাংয়ের ১৪০ ওয়ার ফাস্ট চার্জিং ইউএসবি টাইপ-সি চার্জার। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে স্টুডিও কোয়ালিটির সমান ডুয়াল মাইক্রোফোন, একেজি কোয়াড স্পিকার্স, ডলবি অ্যাটমস প্লেব্যাক এবং ১০৮০ পিক্সেলের ওয়েবক্যাম।