কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত স্মার্টফোন নিয়ে বড় ঘোষণা চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপোর। ২০২৪ সাল শেষ হতে বাকি আর ৫ মাস। এই সময়কালের মধ্যেই ৫ কোটি এআই চালিত স্মার্টফোন বানানোর ঘোষণা করেছে কোম্পানি। এগুলো তৈরি করা হবে জেনারেটিভ এআই দ্বারা। থাকবে বিশেষ প্রযুক্তি এবং ফিচার্স।
ইতিমধ্যে আধুনিক টেকনোলজি নির্ভর মোবাইল ডিভাইস বানাতে কোমর বেঁধে নেমেছে কোম্পানিগুলো। সেই দৌড়ে এগিয়ে থাকতে ৫ কোটি জেনারেটিভ এআই দ্বারা তৈরি স্মার্টফোন লঞ্চ করবে অপো। তাও আবার ৫ মাসের মধ্যে।
অপোর হেড অব প্রোডাক্ট স্ট্র্যাটেজি, পিটার ডোহিউং লি এই কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিটার ডোহিউং লি বলেছেন, প্রাথমিক ভাবে তাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে ৫ কোটি এআই যুক্ত ডিভাইস বানানো। এই জেনারেটিভ এআই বা জেনএআই-এর সুবিধা সবথেকে বেশি পাওয়া যাবে ফোনের ক্যামেরা এবং ফটোগ্রাফি বিভাগে।
এই মুহূর্তে বাজারে একাধিক স্মার্টফোন চলে এসেছে, যেখানে এআই চালিত ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে। তা ক্যামেরা বলুন অথবা ব্যাটারি চার্জিং। ফোনের একাধিক বিভাগে শুরু হয়ে গিয়েছে এআইয়ের ব্যবহার। তিনি আরও জানান, অপোর ফোনে শিগগিরই পাওয়া যাবে এআই রেকর্ডিং সামারি ফিচার।
পিটার ডোহিউং লি জানিয়েছেন, তাদের ১০০টি ফিচারের মধ্যে মাত্র দুইটি এ বছর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে অপো। ধাপে ধাপে স্মার্টফোনে তা যুক্ত হবে।
অপোর ঘোষণা, ২০২০ সাল থেকে ইন-হাউস ল্যাঙ্গুয়েজ মডেলে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে। লার্জ ভিশন মডেল, মাল্টিমিডিয়া টেকনোলজির মতো উদ্ভাবনের উপর কাজ করছে তারা। ইতিমধ্যে ৫ হাজারের বেশি এআই পেটেন্ট ফাইল করেছে ওপো।