যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজেদের পৃর্বে থেকেই তৈরী করে রেখেছিল হুয়াওয়ে, সেই বিষয়টি এখন পরিষ্কার । গুগল এর অ্যান্ড্রয়েড এর মত তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ও অ্যাপ স্টোরও তৈরি রয়েছে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা গুগল এর অ্যান্ড্রয়েড সিস্টেমের মত তাদের নিজস্ব অপারেটর সিস্টেমে রয়েছে এবং তাদের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’ এবং গুগল এর অ্যাপ স্টোর (প্লে স্টোর) এর মত তাদের ও নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে । নতুন এই অ্যাপ স্টোর অপারেটিং সিস্টেম হুয়াওয়ে ও অনার এর জন্য তৈরি করে রেখেছে ।
ব্লুমবার্গের প্রতিবেদনে অনুযায়ী, ২০১৮ সালের শেষ নাগাদ হুয়াওয়ে ইউরোপে একটি জরিপ চালায় এবং তারা জানায় গুগল এর পরিবর্তে হুয়াওয়ের অ্যাপ স্টোরের নিজস্ব সংস্করণটি ৫০ মিলিয়ন ইউরোপীয়রা ব্যবহার করবে। হুয়াওয়ে মুলত ইউরোপের বাজার ধরার জন্য তাদের নতুন এই অ্যাপ স্টোর তৈরি করার চিন্তা করেছিল ।