বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভেঙ্গে দেয়া হয়েছে মন্ত্রী পরিষদ। একইসঙ্গে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই সূত্রধরে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইটেও লেগেছে সংস্কারের ছোঁয়া। সাইটগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাদের ছবি ও তথ্য। তথ্যের মধ্যে ছিলো তাদের জীবনবৃত্তান্ত, বাণীসহ বিভিন্ন ধরনের কনটেন্ট।
এরমধ্যে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট ও আইসিটি বিভাগের ওয়েবসাইট থেকে মন্ত্রীদের ছবি সরিয়ে রয়েছে কেবল সচিবদের ছবি ও বৃত্তান্ত। ডাকের ওয়েবসাইটে সচিব ড. মোঃ মুশফিকুর রহমানের বিস্তারিত থাকলেও ওই পেজের ওপরে থাকা ফেইসবুক পেজের লিংকটি ডিজঅ্যাবল করে রাখা হয়েছে। ছবির গ্যালারিতে রয়েছে সাবেক সচিব ও মন্ত্রীদের ছবি রয়েছে ঠিকই। একইভাবে আইসিটি বিভাগের ওয়েবসাইটে সচিব মোঃ সামসুল আরেফিনের ইংরেজিতে জীববৃত্তান্ত ও মহাপরিচালক মোঃ মোস্তফা কামালের জীবনচরিত। তবে পেজগুলোর ওপরের ইউটিউব লিংকে ভিডিও’র সংখ্যা হাতে গোনা কয়েকটি রয়েছে। একই অবস্থা দেখা গেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেখানে যথারীতি শুধু মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেনের বিস্তারিত রয়েছে। যথারীতি বন্ধ রাখা হয়েছে ফেসবুক পেজটি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ওয়েবসাইটে সচিব ছাড়াও নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের বৃত্তান্ত রয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছিলো। হামলাকারীরা ওয়েবসাইট থেকে আগের সরকারের কনটেন্টগুলো সরানোর দাবি করেছিলেন। ফলে মঙ্গলবার দিনভর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেননি ব্যবহারকারীরা। তবে রাতে এসব ওয়েবসাইটে প্রবেশ করা গেছে।
কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের যুক্ত থাকলেও এসব ওয়েবসাইট দেখভালকারী এটুআই এর ওয়েবসাইট নিজস্ব ফ্রেমওয়ার্কে তৈরি। এ বিষয়ে এটুআই এর কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল জানিয়েছেন,, ওয়েবসাইটগুলোর মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) কাজ শেষে বিকেল সাড়ে ৫টার ওয়েবসাইটগুলো পুনরায় চালু হয়।