অ্যাপল প্রেমীদের জন্য সুখবর। মার্কিন টেক জায়ান্ট তাঁদের ম্যাকবুক এয়ার ও প্রো সিরিজের ল্যাপটপে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। চলতি বছরের (২০২৪) ম্যাকবুক এয়ার ১৩-ইঞ্চি ভার্সন এখন ২৩ শতাংশ ছাড়ে মাত্র ৮৫০ মার্কিন ডলারে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা) পাওয়া যাচ্ছে- যার পূর্বের মূল্য ছিলো ১০৯৯ মার্কিন ডলার। অর্থাৎ আগের যেকোনো সময়ের চেয়ে কম মূল্যে পাওয়া যাচ্ছে ম্যাকবুক এয়ার ল্যাপটপ।
পাশাপাশি ২০২৪ ম্যাকবুক এয়ারের ১৫-ইঞ্চি ভার্সনেও মিলছে ১৯ শতাংশ ছাড়। অর্থাৎ, ১২৯৯ মার্কিন ডলারের পরিবর্তে ১৫-ইঞ্চি মডেল এখন পাওয়া যাচ্ছে ১০৫০ ডলারে (প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা)।
এমথ্রি (এম৩) সিরিজের চিপসমৃদ্ধ ম্যাকবুক এয়ার ১৩-ইঞ্চি ল্যাপটপটিতে রয়েছে ৮ কোরের প্রসেসর, ৮ কোরের গ্রাফিক্স কার্ড এবং ১৬টি কোরসমৃদ্ধ নিউরাল ইঞ্জিন- যেটা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচারের জন্য বিশেষভাবে উপযোগী। এমথ্রি চিপ এই মুহূর্তে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী চিপ। পারফর্মেন্সের দিক থেকে পূর্বসূরি এমওয়ান (এম১) এর চেয়ে ৫০ শতাংশ এবং এমটু (এম২) এর চেয়ে ২৫ শতাংশ বেশি শক্তিশালী এমথ্রি চিপ।
২০২৪ সালের ম্যাকবুক এয়ারে আরও রয়েছে ২৫৬জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম। সাথে থাকছে ১৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা। আকর্ষণীয় ফিচার হিসেবে ল্যাপটপটিতে ব্যবহারকারী আরও পাচ্ছেন কোয়াড-স্পিকার অ্যারে এবং শক্তিশালী ও নান্দনিক ডিজাইন। উল্লেখ্য, ম্যাকবুক এয়ারের ১৩-ইঞ্চি ভার্সনকে ২০২৪ সালের সেরা ম্যাকবুক ল্যাপটপ হিসেবে আখ্যায়িত করেছে জনপ্রিয় প্রযুক্তি পোর্টাল এনগেজেট।
ম্যাকবুক এয়ার ১৩ ও ১৫ ইঞ্চি ভার্সনের পাশাপাশি অ্যাপল ২০২৩ সালের ম্যাকবুক প্রো’তেও দিচ্ছে বড় মূল্যছাড়। এমথ্রি প্রো চিপ, ৫১২জিবি স্টোরেজ ও ১৮জিবি সমন্বিত মেমোরি-সমৃদ্ধ ম্যাকবুক প্রো ২৪৯৯ ডলারের পরিবর্তে ২৪ শতাংশ ছাড়ে এখন ১৯০০ ডলারে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, অ্যাপল ম্যাকবুক এয়ার ও প্রো সিরিজের ল্যাপটপগুলো উপরিউক্ত মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে অ্যামাজনের মতো ই-কমার্স মার্কেটপ্লেসগুলোতে।