মার্কিন নিষেধাজ্ঞার তেমন একটা পাত্তা দিচ্ছেন না হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। ট্রাম্প প্রশাসন হুয়াওয়ের ‘সক্ষমতাকে খাটো করে দেখেছে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি চীনা গণমাধ্যমের সামনে কথা বলার সময় মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে চিন্তিত নন বলে জানান রেন ঝেংফেই। তিনি জোর দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে ফাইভজি প্রযুক্তিতে হুয়াওয়ের ধারেকাছেও কেউ থাকবে না।
গত সপ্তাহে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন থেকে মার্কিন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়তে চাইলে মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে চীনা কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ করার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।
চীনের একটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে রেন ঝেংফেই বলেন, মার্কিন রাজনীতিকদের চলমান পদক্ষেপে আমাদের শক্তিমত্তাকে খাটো করে দেখা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা দেশগুলোতেও ব্যবসার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়তে শুরু করেছে হুয়াওয়ে। এর ফলে হুয়াওয়ের টেলিকম সরঞ্জাম ব্যবসা, বিশেষ করে ফাইভজি অবকাঠামো বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ার খবর জানা গেল হুয়াওয়ের সঙ্গে গুগলের কিছু ব্যবসায়িক লেনদেন স্থগিত করার ঘোষণার মাধ্যমে। গুগল এখন থেকে ওপেন সোর্স লাইসেন্সের বাইরে হুয়াওয়ের কোনো ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কিত হালনাগাদ দেবে না বলে জানিয়েছে।
অবশ্য এরই মধ্যে গত সোমবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে বিদ্যমান হুয়াওয়ের ডিভাইস ও নেটওয়ার্ক ব্যবস্থার কার্যক্রম নির্বিঘ্ন রাখার স্বার্থে কিছু মার্কিন কোম্পানিকে চীনা কোম্পানিটির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার অস্থায়ী লাইসেন্স দেয়ার বন্দোবস্ত করা হয়েছে।