মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাইক্রোব্লগিং সাইট টুইটারকে তিনি কেবল টাইপরাইটার হিসেবে ব্যবহার করেন। ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর ‘টুইটারতত্ত্বের’ বিষয়ে কথা বলেছেন। গত সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, টুইটার তাঁর কাছে সত্যিকার অর্থে টাইপরাইটার ছাড়া কিছু নয়। এটা তাঁর কাছে আধুনিক যোগাযোগের মাধ্যম। টুইট করামাত্রই তা খবর হিসেবে টিভি, ফেসবুক বা অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে।
ট্রাম্পের ওই বিবৃতি থেকে ধারণা করা যায়, ট্রাম্প তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টুইট করেন এবং যা বলতে চান, তা গুরুত্ব পাচ্ছে কি না, তা নিশ্চিত করেন।
৬ কোটি ৪ লাখ অনুসারী রয়েছে ট্রাম্পের অ্যাকাউন্টে। ওই পেজে ট্রাম্প নিয়মিত বিভিন্ন বিষয়ে বিতর্কিত বিবৃতি দেন, যার মধ্যে ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকিও থাকে।
গত রোববার এক টুইটে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধালে ইরান ধ্বংস হয়ে যাবে।
বিশ্বজুড়ে ৩৩ কোটি ব্যবহারকারীর সাইট টুইটারে বানান ভুলসহ বিভিন্ন লেখার জন্য আলোচিত-সমালোচিত ট্রাম্প। বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে ট্রল করা হয়, যা অনেক সময় ভাইরাল হয়ে যায়।