সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেডের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন পোল্যান্ডের ধনকুবের রাফাল ব্রজোস্কা ও তার স্ত্রী। তারা অভিযোগ করেছেন মেটা মালিকানাধীন মাধ্যম দুটিতে চেহারা ব্যবহার করে ভুল তথ্যসংবলিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। খবর রয়টার্স।
ব্রজোস্কা বলেন, ‘তারা মামলার পরিকল্পনা করলেও কোন আদালতে করা হবে তা এখনো সিদ্ধান্ত নেননি।’ এদিকে মেটার এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হওয়ায় কোম্পানিটি তাদের প্লাটফর্ম থেকে ভুয়া বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে এবং প্রতারকদের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।’
এর আগেও একই অভিযোগে প্লাটফর্মটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পোলিশ পার্সেল ডেলিভারি কোম্পানি ইনপোস্টের প্রতিষ্ঠাতা রাফাল ব্রজোস্কা রয়টার্সকে বলেন, ‘সমস্যাটি সম্পর্কে জুলাইয়ের শুরুর দিকে মেটাকে জানানো হলেও এর কোনো সমাধান পাওয়া যায়নি। তাই আমরা মেটার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন আদালতে মামলা করব তা এখনো ঠিক করিনি। আমরা কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব। আমরা সব দিকই বিবেচনা করে দেখছি, ইউরোপে নিষ্ক্রিয়তা পেলে যুক্তরাষ্ট্রের আদালতে হতে পারে।’
তিনি জানান, তিনি ও তার স্ত্রী আদালতে দাবি করবেন যেন মেটার এ ধরনের ব্যক্তি অধিকার ক্ষুণ্ণকারী বিজ্ঞাপন প্রচার বন্ধ হয়। পাশাপাশি দাতব্য সংস্থাকে দেয়ার জন্য বড় অংকের ক্ষতিপূরণও চাইবেন তারা। অপপ্রচার চালানো হয়েছে এমন বিজ্ঞাপন থেকে যত আয় হয়েছে ততটা ক্ষতিপূরণের কথা বলেছেন এ দম্পতি।
গত সপ্তাহে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অফিসের প্রধান মেটার আয়ারল্যান্ড অফিসকে পোল্যান্ডে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্রজোস্কা এবং তার স্ত্রীর তথ্য ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন প্রচার তিন মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মেটার এক মুখমাত্র ই-মেইল বিবৃতিতে বিষয়টি আমলে নেয়ার কথা জানিয়েছেন।