দেশের উত্তর–মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী সহ বৃহস্পতিবার পর্যন্ত মিলিয়ে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলা হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। তবে বিকেল পর্যন্ত ১২ জেলার টেলিযোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটেছে। বন্যাদুর্গত ঐ এলাকাগুলোর মোট ১৬ দশমিক ৭ শতাংশ সাইট বিকল হয়ে পড়েছে। অথচ দুপুর পর্যন্ত এই হারটা ছিলো ১৩ শতাংশ। শুক্রবারে এই সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে।
বিটিআরসি’র পর্যবেক্ষণ সেল থেকে প্রাপ্ত বিকেল ৫টা পর্যন্ত সময়ের হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে। পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, বন্যাপ্লাবিত এই এলাকাগুলোতে মোট ১২ হাজার ১৭৯টি সাইট রয়েছে। এর মধ্যে সচল ছিলো ১০ হাজার ১৫৪টি।
আক্রান্ত বিটিএস এর মধ্যে সবচেয়ে বেশি ৭১ শতাংশ অচল হয়েছে ফেনীতে। এই অঞ্চলে মোট সাইটের সংখ্যা ৬৫৬টি। এর মধ্যে সচল আছে মাত্র ১৯০টি। বিপর্যয়ের শতকরা হারে দ্বিতীয় অবস্থানে থাকা খাগড়াছড়ির ২০৮টি সাইটের মধ্যে ১১৪টি কাজ করছে না। একইভাবে রাঙ্গামাটির ৩৬ শতাংশ সাইটই ডাউন হয়েছে। নোয়াখালীতে এই হার ২৯ দশমিক ৮ শতাংশ। আক্রান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে সুনামগঞ্জ। সেখানে মাত্র ২৪টি সাইট অচল হয়েছে।
সূত্রমতে, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক কোনো অপারেটরেরই বিটিএসই আক্রান্ত হওয়া থেকে বাদ যায়নি। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে গ্রামীণফোন ও টেলিটকের।