বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত ১২ জেলার ১ হাজার ৮০৭টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। টাওয়ারের মধ্যে ১০ হাজার ৪৪৩টি সাইট সচল রয়েছে।
ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই জেলায় ৯০ শতাংশের বেশি টাওয়ার অচল। এই এলাকার ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টিই অচল হয়ে গেছে।
এছাড়া, নোয়াখালীতে ৩৮০, কুমিল্লায় ৫৩৩, চট্টগ্রামে ৭৫, লক্ষ্মীপুরে ৫৪, চাঁদপুরে ৪৭, মৌলভীবাজারে ৩৯, খাগড়াছড়িতে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, রাঙামাটিতে ১৭, সুনামগঞ্জে ১১ ও হবিগঞ্জে ২টি টাওয়ার কাজ করছে না বলে জানান কাজী মোস্তাফিজুর রহমান।
বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। আর ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী।