সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠনে ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসা সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের জন্য লেনদেনে দৈনিক ও মাসিক সীমা বাড়িয়েছে দেশের প্রথম মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। শুক্রবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত লেনদেন সীমা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় এনে, বিকাশের কিছু সেবার দৈনিক ও মাসিক লিমিটে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক এজেন্ট থেকে দৈনিক ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন। আর এক মাসে এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা।
একজন গ্রাহক প্রতিদিন ৫০ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। আর এক মাসে সেন্ড মানি করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।
এছাড়া একজন গ্রাহক এজেন্টের কাছে একদিনে ক্যাশ আউট করতে পারবেন ৫০ হাজার টাকা। আর এক মাসে এজেন্টের কাছে ক্যাশ আউট করা যাবে ২ লাখ ৫০ হাজার টাকা।
এ পরিবর্তিত লিমিটটি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
এর আগে এজেন্টের কাছ থেকে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন। একদিনে গ্রাহক সর্বোচ্চ সেন্ড মানি করতে পারতেন ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা।
এছাড়া আগে এজেন্টের কাছে একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করতে পারতেন। আর মাসে এর সর্বোচ্চ পরিমাণ ছিল দেড় লাখ টাকা।