গত রোববার চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে আর অ্যান্ড্রয়েড সেবা দেবে না বলে জানিয়েছিল মার্কিন টেক জায়ান্ট গুগল। সে নিষেধাজ্ঞা এবার তিন মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব থেকে দম ফেলার ফুরসত পেতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করার পর আবার হুয়াওয়ের ওপর নতুন আঘাত হানল যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার ফলে চিপ ডিজাইনার কোম্পানি এআরএম হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে।
চিপ ডিজাইনার কোম্পানি এআরএম হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করায় বড় সমষ্যায় পড়তে পারে প্রতিষ্ঠানটি । কারণ হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিণ এআরএম এর নকশা উপর ভিত্তি করে তৈরি করে ।
হুয়াওয়ে ব্যবহারকারিদের যে বিষয়গুলো জানা দরকার
হুয়াওয়ে আগস্ট থেকে গুগলের কোন সার্ভিস পাবেনা অর্থাৎ অ্যান্ড্রয়েড ওএস, গুগল প্লে স্টোর ইত্যাদি। নিষেধাজ্ঞা যে তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে ।
বিক্রিত ফোনগুলো বর্তমান অবস্থাতেই থাকবে, নতুন আপডেট পাবেনা আর। পাশাপাশি গুগলের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে ৩ মাস পর থেকে।
হুয়াওয়ে তাদের নিজেদের অপারেটিং সিস্টেম ২০১২ থেকে গোপনে বানানো শুরু করেছিল অর্থাৎ ৩ মাস পর তাদের নতুন ফোনে তারা নতুন ওএস ছাড়বে।
হুয়াওয়ে তাদের নিজেদের প্লে স্টোর নিয়েও কাজ করছে যা বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ এর আগে মাইক্রোসফট অনেক চেষ্ঠা করেও তা পারেনি ।
গুগল সহ ইউএস এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্পানিগুলো ছাড়া হুয়াওয়ে তাদের বিজনেস রান করতে সক্ষম।
হুয়াওয়ে এমন একটি কম্পানি যে তারা যদি চায় তাহলে ইউজারদের সন্তুষ্ট রেখেই সবকিছু নিজেরা তৈরি করে ফোন বিক্রি করতে সক্ষম। এখন দেখার বিষয় তারা কি করে ।