ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম বাইন্যান্স এর প্রতিষ্ঠাতা সিইও চ্যাংপেং ঝাও ৪ মাস পর জেল থেকে ছাড়া পেলেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ার সংশোধনাগার থেকে ঝাও মুক্ত হয়েছেন বলে ব্লুমবার্গ নিউজ তাঁদের প্রতিবেদনে জানিয়েছে। চীনা বংশোদ্ভূত কানাডার এই ব্যবসায়ী ক্রিপ্টোকারেন্সি জগতের অন্যতম শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত।
চলতি বছরের শুরতেই চ্যাংপেং ঝাও অর্থ পাচার মামলায় দোষী সাব্যস্ত হলে শাস্তিস্বরুপ ৪ মাসের জেল হয় তাঁর। ঝাও এর বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি তাঁর বাইন্যান্স প্ল্যাটফর্মটি ব্যবহার করে অর্থ পাচার সম্পর্কিত আমেরিকার আইন লঙ্ঘন করেছেন।
ঝাও ও তাঁর প্ল্যাটফর্মের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে মামলার প্রসিকিউটর বলেন, বাইন্যান্স এমন একটি মডেল গ্রহণ করেছে যার মাধ্যমে অপরাধীরা অর্থ পাচারের মতো অপরাধে উৎসাহী হয়। পাশাপাশি তাঁরা হামাস, আল-কায়েদা ও ইসলামিক স্টেট-এর মতো বেশ কয়েকটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ১ লাখেরও বেশি সন্দেহজনক লেনদেন সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানায়নি।
ঝাও ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মামলার প্রসিকিউটর আরও বলেন, বাইন্যান্স প্ল্যাটফর্মটি ব্যবহার করে শিশু যৌন নির্যাতনের সামগ্রী বিক্রি এবং র্যানসমওয়্যারের মাধ্যমে আয় সঙ্ক্রান্ত লেনদেনও করা হয়েছে।
অপরাধের শাস্তিস্বরুপ বাইন্যান্স ৪.৩২ বিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়। এছাড়া প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও চ্যাংপেং ঝাও ৫০ মিলিয়ন ডলার প্রদান করেন অপরাধের জরিমানা হিসেবে এবং আরও ৫০ মিলিয়ন ডলার তিনি আমেরিকার কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনকে প্রদান করে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাইন্যান্স বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের প্ল্যাটফর্ম। এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও হিসেবে চ্যাংপেং ঝাও ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন।