কয়েক বছর ধরে হালকা-পাতলা স্মার্টফোন ও জ্বালানিসাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য নতুন প্রযুক্তির ব্যাটারি উদ্ভাবনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন চেষ্টার পর কার্বন ফাইবার দিয়ে ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল বিজ্ঞানী। এই ব্যাটারি অ্যালুমিনিয়ামের মতো শক্ত আর বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য যথেষ্ট সাশ্রয়ী হবে বলে দাবি করেছেন তাঁরা।
কার্বন ফাইবার দিয়ে তৈরি ব্যাটারির বিষয়ে চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান গবেষক লেইফ এসপি জানিয়েছেন, এই ব্যাটারি দিয়ে ক্রেডিট কার্ডের সমান পাতলা ফোন তৈরি করা যেতে পারে। এই ব্যাটারি বাজারে এলে ফোন ও ল্যাপটপের ওজনও কমে অর্ধেক হয়ে যাবে। গাড়ি ও মহাকাশ শিল্প খাতে নতুন যানবাহন তৈরির সুযোগ দেবে ব্যাটারিটি।
কার্বন ফাইবার দিয়ে তৈরি ব্যাটারিটি স্ট্রাকচারাল ব্যাটারি নামে পরিচিত। বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনের ব্যাটারি নানাভাবে ব্যবহার করা যেতে পারে। কার্বন ফাইবার দিয়ে তৈরি শক্তিশালী ও হালকা ওজনের ব্যাটারিটি বিমানশিল্পে দারুণ পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। সুইডেনের চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীদের দাবি, এই ব্যাটারি বিশ্বের সবচেয়ে শক্তিশালী। বৈদ্যুতিক গাড়ির ওজন কমাতে ও পরিসর বাড়ানোর জন্য কার্যকর বিকল্প হতে পারে ব্যাটারিটি।
নতুন এই ব্যাটারি নিয়ে অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ব্যাটারিটি উদ্ভাবনের সঙ্গে যুক্ত বিজ্ঞানী রিচা চৌধুরী বলেন, আমরা কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি ব্যাটারির কার্যকারিতা পরীক্ষা করছি। এই ব্যাটারি অ্যালুমিনিয়ামের মতো শক্ত ও বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য যথেষ্ট শক্তিশালী।