চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় গুগলের অ্যাপ হুয়াওয়ের ফোনে চলবে না এবং গুগলের অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করতে পারবে না। তবে কয়েক বছর ধরেই হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে ওই ওএস তৈরি করছে হুয়াওয়ে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে, হুয়াওয়ের নতুন ওএস অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব অ্যাপ সমর্থন করবে। হুয়াওয়ের ওএসে অ্যান্ড্রয়েড ওএস ৬০ শতাংশ বেশি দ্রুতগতিতে কাজ করবে।
হুয়াওয়ে সেন্টাল থেকে জানিয়েছে হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের দুটি সংস্করণ চালু করবে, এক চীন এবং অন্যের জন্য গ্লোবাল মার্কেটের জন্য ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যেই নতুন ওএস উন্মুক্ত করবে হুয়াওয়ে।
হুয়াওয়ের কনজুমার গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড ইউ বলেছেন, নতুন ওএস নিয়ে কাজ করছেন তাঁরা। পাবলিক উইচ্যাট গ্রুপে তিনি এ কথা বলেছেন।
এর আগে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় তাঁরা প্রস্তুত। ভবিষ্যতের চ্যালেঞ্জ নেবেন তাঁরা।
হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম বা ওএস স্মার্টফোন, ট্যাব, পিসি, টিভি, অটোমোবাইল, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যসহ সব ধরনের ডিভাইসে চলবে।
নতুন ওএস তৈরির বিষয়টি হুয়াওয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে তাতে গুগল, ফেসবুক, ইউটিউব, জিমেইল, টুইটার, হোয়াটসঅ্যাপ সমর্থন করবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাবে বলে জানিয়েছে বিশ্লেষকেরা ।