অপো অফিসিয়ালি উন্মোচন করেছে মিড বাজেটের ফোন অপো কে৩। স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর, পপআপ সেলফি ক্যামেরাসহ আকর্ষণীয় ফিচার থাকছে ফোনটিতে।
ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮৪.৭%। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস।
ফোনটিতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬১৬। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর জন্য আলাদা স্লট রয়েছে।
অপো ফোনের মূল আকর্ষণীয় দিকটা হলো ক্যামেরা। এই ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১৬ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের আর অন্যটি ২ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। যা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ফোনটিতে ৩,৭৬৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ২০ ওয়াটের ভোক ৩.০ চার্জিং প্রযুক্তি রয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও কালারওএস ৬ ব্যবহার করা হয়েছে।