চীনা প্রযুক্তি কোম্পানি শাওমি সেপ্টেম্বরে সাশ্রয়ী মূল্যের গেমিং মনিটর জিটুফোরআই ঘোষণা করে। চলতি মাস থেকে ক্রেতারা ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ডিভাইসটি কিনতে পারবেন। যদিও মনিটরটির স্পেসিফিকেশন সম্পর্কে আগেই জানিয়েছিল শাওমি, তবে উন্মোচন না হওয়া পর্যন্ত দাম নিশ্চিত করা হয়নি।
শাওমির তথ্যানুযায়ী, মনিটরে ফুল এইচডি রেজল্যুশনের ২৩.৮ ইঞ্চির আইপিএস স্ক্রিন রয়েছে। মনিটরটি গেমিংকে গুরুত্ব দিয়ে স্মুথ ভিজুয়ালের জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া এতে পিসি বা গেমিং কনসোলের সঙ্গে সংযোগ করার জন্য মনিটরে একটি ডিসপ্লেপোর্ট ও একটি এইচডিএমআই পোর্ট রয়েছে।
জিটুফোরআই মনিটরটি বর্তমানে যুক্তরাজ্যে ৮৯.৯৯ ইউরো দামে শাওমির ওয়েবসাইট ও স্টোর থেকে সরাসরি কিনতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অ্যামাজনে এটির দাম ১২৯ ডলার ৯৯ সেন্ট (সাড়ে ১৫ হাজার টাকার বেশি)।