বাজেট-বান্ধব ব্যবহারকারীদের জন্য আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করতে দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে আসতে যাচ্ছে অনার বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর উন্মোচিত হতে যাওয়া এই হ্যান্ডসেটটি এর পরদিন থেকে বাজারে পাওয়া যাবে; তবে, এর প্রি-বুকিং শুরু হচ্ছে আগেই। এছাড়া, ক্রেতাদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই পুরো মাস জুড়েই থাকছে ক্যাশব্যাক অফার উপভোগ করার সুযোগ।
বাংলাদেশের ব্যবহারকারীদের কথা বিবেচনা করে ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। শক্তিশালী স্থায়িত্ব নিশ্চিতের প্রমাণ হিসেবে এটি ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিজট্যান্সের ক্ষেত্রে সুইস এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করেছে। ফটোগ্রাফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা (এফ/১.৭৫) ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.০) ও এআই ইন্টেগ্রেশন সহ ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা (এফ/২.৪)। ব্যবহারকারীদের প্রতিদিনের কাজকে আরও বেশি নিরবচ্ছিন্ন করতে এবং ব্যাটারি লাইফ এক্সটেন্ড করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৩৫ ওয়াট অনার সুপারচার্জ সহ ৬,০০০ মিলিঅয়াম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।
অনার এক্স৭সি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ৬.৭৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৭৬ শতাংশ। একইসাথে, হ্যান্ডসেটটির নেভিগেশনকে আরও নিখুঁত করতে এর ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এমনকি, সরাসরি সূর্যের আলোয় পরিচ্ছন্ন দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ৮৫০ নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে।
ক্রেতারা অনার শপ ও অনলাইনে আগামী ০৮ নভেম্বর থেকে নতুন এই ডিভাইসটি প্রি-অর্ডার দেয়ার সুযোগ পাবেন। অনার এক্স৭সি ডেলিভারিতে প্রি-বুকিং দেয়া ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার গ্রহণের সুযোগ।
অনার বাংলাদেশ ক্যাশব্যাক অফার গ্রহণের সুযোগ নিয়ে এসেছে; এতে নির্দিষ্ট স্মার্টফোনের ক্ষেত্রে ১৫,০০০ পর্যন্ত টাকা বাঁচাতে পারবেন ক্রেতারা। সীমিত সময়ের এই অফারটি গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে https://myhonorbd.com/Cashback/ ভিজিট করুন। এছাড়াও, আগামী ১৯ নভেম্বর থেকে অনার এক্স৬বি হ্যান্ডসেটটি নতুন পার্পল ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। এর মাধ্যমে এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী রঙের ডিভাইস বাছাই করার সুযোগ তৈরি হলো।
অনবদ্য অনার এক্স৭সি স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট – এই তিনটি আকর্ষণীয় রঙে অনার ব্র্যান্ড শপ বা রিটেইল আউটলেট থেকে কেনা যাবে।