Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য


No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটুআইয়ে বেশি কাজ পেত ৩ কোম্পানি ও ‘আধিপত্য’ ছিল একজনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
এটুআইয়ে বেশি কাজ পেত ৩ কোম্পানি ও ‘আধিপত্য’ ছিল একজনের
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি খাতের সরকারি প্রকল্প এটুআই ঘিরে একটি ‘সিন্ডিকেট’ বা চক্র গড়ে উঠেছে। তিন কোম্পানি বেশি সফটওয়্যারভিত্তিক কাজ পেয়েছে। এ ছাড়া শুরু থেকে প্রকল্পে চলে এসেছে এক ব্যক্তির ‘আধিপত্য’।

তিন কোম্পানি হলো অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট (অরেঞ্জবিডি), ট্যাপওয়্যার সলিউশনস ও সফটবিডি। আর প্রকল্পে আধিপত্য বিস্তার করে আসা ব্যক্তি হলেন আনীর চৌধুরী। প্রকল্পে তাঁর সবশেষ পদ ‘প্রোগ্রাম অ্যাডভাইজার’। তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দেশের ডিজিটাল উন্নয়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় ২০০৬ সালে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যাত্রা শুরু হয়। ২০২০ সালে প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।

এটুআই শুরু হয়েছিল ২৭ কোটি টাকা ব্যয় ধরে। বছর বছর তা বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ব্যয় দাঁড়াবে ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে ৬৫৫ কোটি টাকার বেশি দিচ্ছে সরকার। বাকিটা উন্নয়ন সহযোগীরা। প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ (৮৫৫ কোটি টাকা) রাখা হয়েছে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের জন্য।

এটুআই ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন আসে। এটুআইয়ে কাজ করেছেন বা বিভিন্নভাবে যুক্ত ছিলেন, এমন একাধিক ব্যক্তি বলছেন, আইসিটি বিভাগের অধীন আসার পর প্রকল্পে অনিয়ম-স্বেচ্ছাচারিতা বেড়ে যায়। এমনকি প্রকল্পের অধীন নেওয়া নানা উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠে।

এটুআইয়ে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪৬টি সফটওয়্যার কেনাকাটা ও রক্ষণাবেক্ষণ কাজের তথ্য পাওয়া যায়। এতে দেখা যায়, একক ও যৌথভাবে ছয়টি করে কাজ পেয়েছে ট্যাপওয়্যার সলিউশনস, সফটবিডি ও বিজনেস অটোমেশন। একক ও যৌথভাবে পাঁচটি কাজ পেয়েছে অরেঞ্জবিডি।

সব মিলিয়ে ৪টি কোম্পানি পেয়েছে ২৩টি কাজ। বাকি ২৩টি কাজ একক ও যৌথভাবে পেয়েছে ২০টি কোম্পানি। তিনটি কোম্পানি—অরেঞ্জবিডি, ট্যাপওয়্যার সলিউশনস ও সফটবিডির বিরুদ্ধে এটুআইয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেনাকাটার ক্ষেত্রে শর্ত এমনভাবে তৈরি করা হতো, যাতে তাঁরা কাজ পান।

বিশেষ করে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মে পর্যন্ত ক্রয়সংক্রান্ত তথ্য ঘেঁটে দেখা যায়, এই সময়কালে ১১টি সফটওয়্যার ক্রয় ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজ ছিল। এর মধ্যে একক ও যৌথভাবে সাতটি কাজই পেয়েছে অরেঞ্জবিডি, ট্যাপওয়্যার সলিউশনস ও সফটবিডি।

আতিকুল ইসলাম খান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এটুআইয়ে পরামর্শক হিসেবে কাজ করতেন। ২০১১ থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত কাজ করেছেন তিনি। ২০১৫ সালের মে মাস থেকে তিনি সফটবিডির সিইও হিসেবে কাজ শুরু করেন।

দরপত্রের শর্ত নিয়ে আপত্তি প্রকাশ্যে এসেছিল ২০২০ সালে। ওই বছর সেপ্টেম্বরে সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তৎকালীন সভাপতি সৈয়দ আলমাস কবীর একটি ক্রয় নিয়ে এটুআইয়ের প্রকল্প পরিচালককে চিঠি দিয়েছিলেন। তিনি লিখেছেন, দরপত্রে যে চারটি শর্ত দেওয়া হয়েছে, তা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক। যে শর্তগুলো দেওয়া হয়েছে, তা হাতে গোনা দু-একটি কোম্পানি ছাড়া অন্য কারও পক্ষে পূরণ করা সম্ভব নয়। ফলে কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে নিজেদের সক্ষমতা প্রমাণ করা থেকে বঞ্চিত হবেন। এ ধরনের অযৌক্তিক শর্ত আরোপ করা অনুচিত।

প্রকল্পের একাধিক কর্মকর্তা বলেন, দরপত্রে শর্তগুলো এমনভাবে দেওয়া হতো যে ঘুরেফিরে একই কোম্পানি ‘টেকনিক্যালি’ সর্বোচ্চ নম্বর পেয়ে যেত। এটুআইয়ের প্রকিউরমেন্ট নথি ঘেঁটেও দেখা যায়, কাজ পাওয়া কোম্পানিগুলোর নম্বর অন্যদের চেয়ে অনেক বেশি।

একটি প্রকল্পের সর্বোচ্চ কর্মকর্তা পরিচালক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটুআইয়ে প্রকল্প পরিচালক (পিডি) থাকা সত্ত্বেও তাঁর মাথার ওপর থাকতেন আনীর চৌধুরী। তিনি শুরু থেকেই এই প্রকল্পে রয়েছেন। তাঁকে বলা হতো, প্রকল্পের ‘পলিসি অ্যাডভাইজার’। তবে এটুআইয়ে খোঁজ নিয়ে জানা যায়, আনীর চৌধুরীর সবশেষ পদ ‘প্রোগ্রাম অ্যাডভাইজার’। তিনি ঘন ঘন বিদেশে যেতেন। বিভিন্ন সম্মেলন-ফোরামে তিনি অংশ নিতেন।

আইসিটি বিভাগ থেকে ২০২১ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত যতজন বিদেশে গেছেন, তাঁদের মধ্যে শীর্ষে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এরপর রয়েছেন আনীর চৌধুরী।

আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আনীর চৌধুরীর নামে ১৬টি বিদেশ ভ্রমণের আদেশ জারি হয়। অবশ্য তাঁর বেশির ভাগ সফরের খরচ আয়োজক সংস্থার বহনের কথা আদেশে উল্লেখ ছিল।

আইসিটি বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, এটুআইয়ের অনানুষ্ঠানিক প্রধান ছিলেন আনীর চৌধুরী। দীর্ঘ সময় এই প্রকল্পে যুক্ত থাকায় তাঁর একচেটিয়া প্রভাব সৃষ্টি হয়েছিল। এ ছাড়া সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ ছিলেন বলেও প্রকল্পে তাঁর বাড়তি প্রভাব ছিল।

সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ওয়েবসাইট তৈরি করে এটুআই। এ ছাড়া সরকারের বেশ কিছু সেবাকে তারা ডিজিটালাইজড করেছে। তবে প্রকল্পের পরের দিকে এসে এটুআইয়ের কাজ প্রশ্নবিদ্ধ হয়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ‘একশপ’ চালু করেছিল এটুআই। এর কার্যক্রম এখন নীতিগত পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। এটুআই ২০১৯ সালে ই-পেমেন্ট সার্ভিস ‘একপে’ চালু করে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের অনুমোদন ছাড়াই চালু হয় ‘একপে’।

সরকারের সব সেবা এক প্ল্যাটফর্ম থেকে দেওয়ার জন্য ২০১৯ সালে এটুআই চালু করে ‘একসেবা’। আবার একই উদ্দেশ্যে পরের বছর ২০২০ সালে চালু করা হয় ‘মাইগভ’। দুটির জন্যই আলাদা করে দরপত্র হয়। এখন একসেবার সাইটে ক্লিক করলে মাইগভে চলে যায়।

এটুআই ‘দপ্তর’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এর দুটি আলাদা ঠিকানা পাওয়া যায়। একটি সরাসরি সরকারি সাইট, আরেকটি ভেন্ডার প্রতিষ্ঠান ট্যাপওয়ারের নামে। দুটিতেই একই তথ্য রয়েছে। যোগাযোগের ঠিকানা ‘এটুআই’লেখা। ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ নামে একটি প্ল্যাটফর্ম করে এটুআই। প্ল্যাটফর্মের সাইটে কোনো তথ্য নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে এটুআই ৫৩ লাখ টাকার বেশি খরচ করে তৎকালীন সরকারের সাফল্য প্রচারে ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’ নামের শো প্রচার করে।

 

Tags: এটুআই
ADVERTISEMENT

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে মনিটর হবে ভূমি মামলা
নির্বাচিত

অনলাইনে মনিটর হবে ভূমি মামলা

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত
নির্বাচিত

মোবাইল ফোন জীবাণুমুক্ত করার সহজ উপায়

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

উইঘুর মুসলিম নির্যাতনে জড়িত হুয়াওয়ে

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ
নির্বাচিত

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ

Load More
ADVERTISEMENT

ট্রেন্ডিং টপিক

শাওমির সেরা ৫ ফোন ২০২৫
নির্বাচিত

শাওমির সেরা ৫ ফোন ২০২৫: ক্যামেরা, পারফরম্যান্স ও ভবিষ্যতের ছোঁয়া একসঙ্গে

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে
অটোমোবাইল

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে

smartphone on instalment Banglalink
টেলিকম

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’
প্রযুক্তি সংবাদ

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’

জুলাই গণ-অভ্যুত্থানের পরেও আইসিটি ও টেলিকম খাত এখনো...

গেমারদের জন্য নতুন যুগ: MSI আনল AI-চালিত QD-OLED মনিটর, রিফ্রেশ রেট ৫০০ হার্জ!

গেমারদের জন্য নতুন যুগ: MSI আনল AI-চালিত QD-OLED মনিটর, রিফ্রেশ রেট ৫০০ হার্জ!

মেট ৪০ সিরিজের জন্য HarmonyOS ৫.০ আপডেট বিবেচনায়: হুয়াওয়ের সিইও

মেট ৪০ সিরিজের জন্য HarmonyOS ৫.০ আপডেট বিবেচনায়: হুয়াওয়ের সিইও

২০২৫ সালে ৪০ হাজার টাকায় সেরা ৫টি স্মার্টফোন

২০২৫ সালে ৪০ হাজার টাকায় সেরা ৫টি স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

দামে সেরা ৫জি ফোন: অনার পাওয়ার ৫জি

দামে সেরা ৫জি ফোন: অনার পাওয়ার ৫জি

Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88016 777 00 555
+88016 23 844 776
ই-মেইল: [email protected]

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 98 07 99 88
+88017 41 54 70 47
ই-মেইল: [email protected]

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix