ভোক্তা অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে দৈনিক মানবজমিনে মন্তব্য প্রদান করার কারণে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে হয়রানিমূলক ও মানহানিকর মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যমে প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন মতামত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিককে আমাদের সংবিধান দিয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার রিপোর্টার কাজী সোহাগ জানতে চেয়েছিলেন, টেলিটকের ৫জি প্রকল্পে দুর্নীতি সম্পর্কে আমাদের বক্তব্য বা মতামত কি? এ সম্পর্কে সংগঠনের সভাপতি হিসেবে আমি মানবজমিনকে বলি, আমরা বিভিন্ন মাধ্যমে এ ধরনের কথা শুনছি তাই বিষয়টি সরকার তদন্ত করে দেখতে পারে। গুণগত মান সম্পন্ন ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেটি তদারকির জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানাই।
এছাড়া অন্য কোন পত্রিকা প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোন বক্তব্য প্রদান করা না সত্ত্বেও প্রতিষ্ঠানটি বারংবার দাবি করে যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে এবং আরো অন্যান্য পত্রিকায় আমি বক্তব্য প্রদান করেছি। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরঞ্চ প্রতিষ্ঠানটি নিজেদেরকে আন্তর্জাতিক খ্যাতি মানসম্পন্ন প্রতিষ্ঠান বললেও একজন ভোক্তা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মানহানি কর অপপ্রচার মূলক বিজ্ঞাপন প্রকাশ করেছে মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন পত্রিকায়।
আমরা বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে কোন পাল্টা বিবৃতি বা আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাদের লিগ্যাল নোটিশের উত্তর প্রদান করি। তারা এই উত্তরেও সন্তুষ্ট না হয়ে কে বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে আমাকে ব্যক্তিগতভাবে হয়রানি ও মানহানি করতে নিম্ন আদালতে মামলা দায়ের করেছেন।
দেশের একজন নাগরিক হিসেবে গণমাধ্যমে মতামত প্রকাশ করা আমাদের নৈতিক অধিকার। বর্তমান সরকার উদার গণতান্ত্রিক এবং স্বাধীন মতামতের পক্ষের সরকার। এমতাবস্থায় তাদের এ ধরনের অসৌজন্য মূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান সরকার এর মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বিটিআরসি এবং দুদকের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হোক। সেইসঙ্গে তাদের অডিট আজ পর্যন্ত সম্পন্ন করা হয়নি সেটি সম্পন্ন করে জনসমক্ষে প্রকাশের সবিনয়ে অনুরোধ করছি।