চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো দুর্দান্ত ফিচারের নতুন দুই ফোল্ডিং ফোন এনেছে। এগুলো হলো টেকনো ফ্যান্টম ভি২ ফোল্ড এবং টেকনো ফ্যান্টম ভি২ ফ্লিপ। এই দুই ফোনেই তাক লাগানো বেশ কিছু ফিচার রয়েছে। দামও হাতের নাগালে।
টেকনো ফ্যান্টম ভি২ ফোল্ড ফোনে রয়েছে একটি বিশালাকার ৭.৮৫ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে। যা দুর্দান্ত ফোল্ডেবল এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আরও একটি ৬.৪২ ইঞ্চি কভার ডিসপ্লে। এর ফলে আনফোল্ড না করেও ফোনে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। এই দুই স্ক্রিনেই রয়েছে এলটিপিও ওএলইডি প্যানেল। সঙ্গে থাকবে ১২০ হার্জ রিফ্রেশ রেট। আর এটি চালিত হবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০০ প্লাস চিপসেট দিয়ে।
এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ইনার ও আউটার স্ক্রিনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে ৫৭৫০ এমএইএইচ ব্যাটারি। যা ৭০ ওয়াট ফাস্ট ওয়ায়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে টেকনো ফ্যান্টম ভি২ ফ্লিপ ফোনে রয়েছে একটি ৬.৯ ইঞ্চির ফুল এইচডি এলটিপিও অ্যামোলিড ইনার ডিসপ্লে এবং একটি ৩.৬৪ ইঞ্চির অ্যামোলিড আউটার স্ক্রিন। উভয় স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ।
এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০২০ চিপসেট দ্বারা। ফ্যান্টম ভি২ ফ্লিপ ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যার মাধ্যমে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে।
এর ব্যাটারি ক্যাপাসিটি ৪৭২০ এমএএইচ। ফলে এতে মিলবে ৭০ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট। যারা আরও কমপ্যাক্ট, সাশ্রয়ী এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাদের জন্য দারুণ বিকল্প হতে চলেছে ভি২ ফ্লিপ।
টেকনো ভি২ ফ্লিপের সবথেকে উল্লেখযোগ্য ফিচারের মধ্যে অন্যতম হতে চলেছে এআই-পাওয়ার্ড ক্যাপাবিলিটি। টেকনোর পক্ষ থেকে বেশ কিছু টুল যোগ করা হয়েছে এই ফোনে। এই টুলগুলোর মধ্যে অন্যতম হল এআই ইমেজ কাটআউট, ম্যাজিক রিমুভাল এবং এলা এআই রাইটিং। যার ফলে ফটোগ্রাফি এবং এডিটিংয়ে দারুণ সুবিধা হবে।