“আই স্মার্ট ইউ” টেকনোলজি বাংলাদেশ লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রেজওয়ানুল হককে “চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইয়ার (টেক)” ২০২৪ হিসেবে বাংলাদেশ সি- স্যুট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট শিল্পে তার উদ্ভাবনমূলক ভূমিকা এবং ধারাবাহিক অবদানের প্রতি সম্মান জানায়।
১২ ডিসেম্বর ২০২৪-এ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশ সি- স্যুট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় লা মেরিডিয়ানে। এই আয়োজনে শত শত বিজনেস লিডার, সরকারি কর্মকর্তা এবং নীতি-নির্ধারক প্রতিনিধি উপস্থিত ছিলেন, পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এই বছর, ২৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে বাংলাদেশের খ্যাতনামা বিজনেস লিডারদের সাফল্য উদ্যাপন করা হয়। শ্রেষ্ঠ লিডার হিসেবে সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রেজওয়ানুল হক, যিনি তার অসাধারণ নেতৃত্বের জন্য এই সম্মান অর্জন করেছেন।
রেজওয়ানুল হকের দক্ষ নেতৃত্বে “আই স্মার্ট ইউ” টেকনোলজি বাংলাদেশ লিমিটেড দেশে টেকনো-এর মতো ইনোভেটিভ গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড পরিচালনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে টেকনো-এর অবস্থানকে শক্তিশালী করতে রেজওয়ানুল হকের কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।