বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ বা বিক্রি করতে বাধ্য করতে পারে, এমন আইনের কার্যকারিতা স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে টিকটকের যোগসূত্রের কারণে জাতীয় নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে প্লাটফর্মটির কার্যক্রম নিষিদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। তবে ট্রাম্পের যুক্তি, জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্লাটফর্মটির বিষয়ে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তার পর্যাপ্ত সময় পাওয়া উচিত।
আগামী ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। আইন অনুযায়ী, টিকটককে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে, অন্যথায় নিষিদ্ধ হতে হবে। মার্কিন কংগ্রেস গত এপ্রিলে এ আইন পাস করেছিল। এতে বলা হয়, যদি বাইটড্যান্স ১৯ জানুয়ারির মধ্যে অ্যাপটি বিক্রি করতে ব্যর্থ হয়, তাহলে এটি নিষিদ্ধ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। বাইটড্যান্স এ-সংক্রান্ত আইন বাতিল করার জন্য আবেদন করেছে। তবে আদালত তাদের পক্ষে রায় না দিলে কিংবা কোম্পানিটি বিক্রয়ের পথে না গেলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে অ্যাপটি কার্যত যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে।
টিকটকের প্রতি ট্রাম্পের সমর্থন ২০২০ সালের তার অবস্থানের সম্পূর্ণ বিপরীত। সে সময় তিনি অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে ও এর চীনা মালিকানার কারণে এটি স্থানীয় কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে বাধ্য করতে উদ্যোগ নিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণার সময় কোম্পানিটি ট্রাম্প ও তার টিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়। ফলে ট্রাম্প টিকটকের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ট্রাম্প এ বিরোধের মূল বিষয়ে কোনো অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ডি. জন সাওয়ার। তিনি প্রেসিডেন্টের মার্কিন সলিসিটার জেনারেলের পদে মনোনীত হয়েছেন।
সাওয়ার জানান, ট্রাম্প শ্রদ্ধার সঙ্গে আদালতকে অনুরোধ করেছেন যেন আগামী বছরের ১৯ জানুয়ারিতে নির্ধারিত বিক্রয় সময়সীমা স্থগিত রাখার কথা বিবেচনা করা হয়। আদালত বিবেচনা করলে এ বিষয়ে তার প্রশাসন একটি রাজনৈতিক সমাধান বের করার সুযোগ পাবে।
চলতি মাসেই ট্রাম্প টিকটকের সিইও শো জি চিউয়ের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তার টিকটকের জন্য উষ্ণ অনুভূতি রয়েছে। অন্তত কিছু সময়ের জন্য টিকটককে যুক্তরাষ্ট্রে চলতে দেয়ার পক্ষে তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় টিকটকে ট্রাম্পের ভিডিও ও পোস্ট কয়েক কোটি ভিউ অর্জন করেছে। টিকটক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।