স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে নতুন ফোন আনছে স্যামসাং। যার মডেল স্যামসাং গ্যালাক্সি এ৫৬। নতুন স্মার্টফোন শিগগিরই ক্রেতাদের হাতে তুলে দেবে স্যামসাং। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে একজন জনপ্রিয় ফোনটির বেশ কয়েকটি প্রধান ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পাশাপাশি, এই আসন্ন ফোনটির সম্ভাব্য দামও ফাঁস হয়েছে, যা গ্রাহকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।
টিপস্টারের মতে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে – ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এর প্রাথমিক মূল্য ৪৩৯ ইউরো হতে পারে।
ফোনটির প্রধান আকর্ষণ এর ডিসপ্লে। জানা যাচ্ছে, ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সঙ্গে ডাইনামিক অ্যামোলিড ডিসপ্লে থাকবে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ফোনের ডিজাইনে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, যা ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেবে। প্রসেসরের ক্ষেত্রে স্যামসাং এই ফোনে এক্সিনোস ১৫৮০ চিপসেট ব্যবহার করতে পারে, যা স্মার্টফোনের পারফরম্যান্সকে আরও উন্নত করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এ৫৬ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলে সেকেন্ডারি লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারি সেগমেন্টেও এই ফোনটি শক্তিশালী হতে চলেছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।