চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চলতি মাসেই আপার মিড-রেঞ্জের স্মার্টফোন ‘রেডমি টার্বো ফোর’ উন্মুক্ত করেছে। ফোনটিতে উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। সম্প্রতি জানা গেছে, স্মার্টফোনটির একটি প্রো মডেল আসতে চলেছে। এতে ব্যবহার করা হবে বেশি সক্ষমতার ব্যাটারি। খবর গিজমোচায়না।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যমতে, রেডমি টার্বো ফোর প্রো মডেলে থাকবে ৭ হাজার ৫০০ এমএএইচের (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি। এদিকে প্রো মডেল ব্যতীত ফোনেও ব্যবহার করা হয়েছে ৬ হাজার ৫৫০ এমএএইচের বেশি সক্ষমতার ব্যাটারি।
ডিজিটাল চ্যাট স্টেশন আরো জানিয়েছে, শাওমি ৮ হাজার এমএএইচ ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন নিয়েও পরীক্ষা চালিয়ে দেখছে। সুপার ফাস্ট চার্জিংয়ের গতি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রতিষ্ঠানটি বর্তমানে বেশি সক্ষমতার স্মার্টফোনের দিকে মনোযোগ দিয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষে অধিক সক্ষমতার ব্যাটারি যুক্ত করা সম্ভব হয়েছে নতুন সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারির জন্য। এ ব্যাটারিগুলো পুরনো কার্বন অ্যানোড ব্যাটারির চেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন। তাছাড়া ডিভাইসের পুরুত্ব না বাড়িয়েও প্রযুক্তিটির কারণে ব্যাটারির সক্ষমতা বাড়ানো সম্ভব।
টিপস্টারের তথ্যে স্মার্টফোনটির চার্জিং সমর্থন বিষয়ে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, টার্বো ফোর প্রো মডেলে ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে না।
গত ডিসেম্বরে একটি প্রতিবেদনে বলা হয়, ফোনটি চার্জারের মাধ্যমে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ফোনটিতে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপসেট। ডিসপ্লেটে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামোলেড প্যানেল থাকতে পারে। পাশাপাশি এতে মেটালের ফ্রেম ও পেছনে গ্লাস ব্যবহার করা হতে পারে।