যুক্তরাষ্ট্রে চীনের মালিকানাধীন শর্ট-ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক চালুর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ যুক্তরাষ্ট্রে চালু রাখতে চান তিনি।
ট্রাম্পের এই উদ্যোগের পর থেকে টিকটক কর্তৃপক্ষও তাদের সেবা পুনরায় চালু করার প্রচেষ্টা শুরু করেছে। তবে এখনো মার্কিন অ্যাপ স্টোরগুলোতে টিকটক ডাউনলোড করার সুযোগ নেই।
চীন সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোম্পানিগুলোর ওপর অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করছে।
এদিকে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা নতুন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে। এলন মাস্কের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথাও শোনা যাচ্ছে।