২০২২ সালে টুইটার (বর্তমান এক্স) অধিগ্রহণের পর কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন ইলোন মাস্ক।
প্লাটফর্মটি কেনার পর ৩০০ কোটি ডলার নগদ অর্থসংক্রান্ত জটিলতার কারণে ছয় হাজার কর্মীকে চাকরিচ্যুত করেন কোম্পানির তৎকালীন এ সিইও।
ওই সময় বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যা প্লাটফর্মটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ায়।
এক্সের ছাঁটাইয়ের পর ১৬ শতাংশ কর্মী টিকটকে যোগ দেন, ১৩ শতাংশ যান রেডিটে এবং গুগলে নতুন কাজ পান ১২ শতাংশ।