চীনে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্মার্টফোন বিক্রি কমেছে ৩ দশমিক ২ শতাংশ। বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিক্রি ঊর্ধ্বমুখী থাকলেও বছর শেষে পতন দেখল স্মার্টফোনের সবচেয়ে বড় বাজারটি। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সংস্থাটি বলছে, ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে চীনে হুয়াওয়ে ছিল স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড, দ্বিতীয় স্থানে ছিল শাওমি ও তৃতীয় স্থানে অ্যাপল।
কাউন্টার পয়েন্টের চীনা টিমের সহযোগী পরিচালক ইথান কুই বাজার পরিস্থিতি নিয়ে বলেন, ‘বছরের প্রথম নয় মাসে দেশটির স্মার্টফোন বাজারে ইতিবাচক বার্ষিক বৃদ্ধি দেখা গেছে। তবে শেষ তিন মাসে ক্রেতারা সতর্কভাবে ব্যয় শুরু করায় বৃদ্ধির গতি ধীর হয়ে যায়।’
জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক মেংমেং ঝাং বলেন, ‘এ সময় হুয়াওয়ে ১৮ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এ প্রথম হুয়াওয়ে আবার প্রথম স্থান দখল করেছে।’ তিনি জানান, বছরের শেষে মিড রেঞ্জের নোভা ১৩ সিরিজ ও হাই-এন্ড মেট ৭০ সিরিজ বাজারে আনার পর হুয়াওয়ের বিক্রি বার্ষিক ভিত্তিতে বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।
২০২২ সালে চীনে স্মার্টফোন বিক্রি ছিল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। পরের বছরও খুব একটা উন্নতি লক্ষ করা যায়নি। এ দুরবস্থা কাটিয়ে ২০২৪ সাল থেকে আবার ঘুরে দাঁড়াতে শুরু করে বাজারটি। বছরের শেষে গিয়ে বিক্রি কমলেও বছরওয়ারি হিসাবে ৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গত বছর চীনে এসব ডিভাইস বিক্রি হয়েছে ২৮ কোটি ইউনিটের বেশি।