টেক জায়ান্ট অ্যাপল শিগগগিরই কম দামের আইফোন আনছে। যার মডেল আইফোন এসই ৪। এ বছরই হ্যান্ডসেটি বাজারে আসার কথা রয়েছে। শোনা যাচ্ছে মার্চ মাসেই ডিভাইসটি বাজারে আনবে অ্যাপল।
অ্যাপেল সাধারণত তাদের এসই সিরিজের স্মার্টফোনগুলো বসন্তকালেই উন্মোচন করে। প্রযুক্তি বিশেষজ্ঞ মিং-চি কুও-র মতে, এটি মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। মার্কেট বিশ্লেষকদের মতে, অ্যাপেল এই ইভেন্টে একটি নতুন আইপ্যাড এয়ার মডেলও প্রকাশ করতে পারে, তবে সবার নজর আইফোন এসই ৪-এর আপগ্রেডের দিকেই বেশি।
এক্স প্ল্যাটফর্মে সনি ডিকসন সম্প্রতি আইফোন এসই ৪-এর ডামি ইউনিটের ছবি ফাঁস করেছেন। ফাঁস হওয়া ছবিগুলোতে ফোনটির পিছনের প্যানেল এবং সাইড ফ্রেমের ডিজাইন দেখা গিয়েছে।
ফোনটিতে সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ লাইট থাকতে পারে। ডিজাইন অনুযায়ী, এটি কমপক্ষে দুইটি কালার অপশনে লঞ্চ হবে। সাইড ফ্রেমে ভলিউম রকার বাটন এবং ওপরের দিকে সাইলেন্ট মোড এবং জেনারেল মোড পরিবর্তনের জন্য একটি স্লাইডার বাটন থাকতে পারে। এছাড়াও, সিম ট্রে ফোনের নিচের অংশে থাকবে।
নতুন আইফোন এসই ৪-এ অনেক গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার আপগ্রেড আসতে পারে। প্রযুক্তিগত প্রতিবেদন অনুযায়ী, এই মডেলে থাকতে পারে –
৬.১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা আগের এলসিডি স্ক্রিনের তুলনায় অনেক উন্নত। ফেস আইডি প্রযুক্তি যা এই সিরিজে প্রথমবার অন্তর্ভুক্ত হতে পারে। ইউএসবি টাইপ সি পোর্ট, যা অ্যাপল ধীরে ধীরে তার নতুন ডিভাইসগুলোতে অন্তর্ভুক্ত করছে। অ্যাপেলের নতুন এ-সিরিজ চিপ, যা লেটেস্ট এআই ফিচার সমর্থন করবে। ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যা পূর্ববর্তী এসই সিরিজের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। অ্যাপেলের নিজস্ব ডিজাইন করা ৫জি মডেম, যা দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন এসই ৪-এর মূল্য ৪৫০ থেকে ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। কিছু জনপ্রিয় প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, উন্নত স্পেসিফিকেশনের কারণে এর মূল্য ৪৯৯ থেকে ৫৪৯ ডলারের মধ্যেও যেতে পারে।
আইফোন এসই ৪-এর সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে অ্যাপেলের ‘ডায়নামিক আইল্যান্ড’ ফিচার। এই ফিচারটি সাধারণত সংস্থার প্রিমিয়াম আইফোন মডেলগুলোতে দেখা যায়। নতুন লিকে দেখা যাচ্ছে যে এসই ৪ মডেলে এটি থাকতে পারে, যা অ্যাপেলের অগুণিত ভক্তদের জন্য বড় চমক হতে পারে।
অ্যাপেলের এসই সিরিজ সাধারণত বাজেট-ফ্রেন্ডলি আইফোন লঞ্চের জন্য পরিচিত। এবারও আইফোন এসই ৪ বেশ কিছু প্রিমিয়াম ফিচার নিয়ে আসতে পারে, যেমন ওএলইডি ডিসপ্লে, ফেস আইডি, এবং উন্নত ক্যামেরা।
মার্চ ২০২৫-এ এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে এবং এটি বাজেট সেগমেন্টে এক নতুন বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা অ্যাপেলের অফিসিয়াল ঘোষণার।