২০২৪ সালে ৮৬০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১১ হাজার ৮৩ কোটি ডলার আয় করেছে টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। এ সময় প্রতিষ্ঠানটি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও হুয়াওয়ে শক্ত অবস্থানে রয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন চেয়ারম্যান লিয়াং হুয়া।
২০২৪ সালের আয় হুয়াওয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালে সর্বোচ্চ আয় ছিল ৮৯১ বিলিয়ন ইউয়ান। ওই বছরেই প্রথমবারের মতো চীনা জায়ান্ট কোম্পানির মোবাইল ফোন ও আন্তর্জাতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।