প্রযুক্তিপ্রতিষ্ঠান চার্জঅ্যাসাপ বিশ্বের প্রথম ২৭৫ ওয়াটের ওএলইডি স্ক্রিনযুক্ত পাওয়ার ব্যাংক বাজারে আনছে। ‘ফ্ল্যাশ প্রো আলট্রা’ নামের এই ডিভাইস একসঙ্গে ছয়টি ডিভাইস চার্জ করতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক কিউআইটু ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। বলা হচ্ছে, এটি এ-যাবৎকালের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক। নতুন পণ্যটি বাজারে আনতে ৬০ দিনের কিকস্টার্টার ক্যাম্পেইন চালু করেছে চার্জঅ্যাসাপ।
চার্জঅ্যাসাপ জানিয়েছে, ফ্ল্যাশ প্রো আলট্রা অ্যাপল ওয়াচ থেকে শুরু করে শক্তিশালী ম্যাকবুক প্রো চার্জ দিতে সক্ষম। এটি একই সময়ে দুটি ম্যাকবুক, একটি আইপ্যাড, আইফোন, এয়ারপডস ও অ্যাপল ওয়াচ চার্জ করতে পারবে।
ডিভাইসটির চার্জিং ক্ষমতা বেশ দ্রুত। মাত্র ৩০ মিনিটে এটি ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রোকে ৫০ শতাংশ চার্জ করতে পারে। নিজেও ৩৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ নিতে পারে এবং সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭০ মিনিট।
ফ্ল্যাশ প্রো আলট্রার ব্যাটারি ২৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। একবার পূর্ণ চার্জে এটি ম্যাকবুক এয়ারকে দেড়বার ও আইফোন ১৬ প্রো ম্যাক্সকে চারবার চার্জ করতে পারে। পাশাপাশি এটি একসঙ্গে দুটি ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো চার্জ দিতে সক্ষম।
ডিভাইসটিতে একাধিক চার্জিং পোর্ট রয়েছে। এর মধ্যে একটি ৬০ ওয়াট ইউএসবি-এ পোর্ট, ৬০ ও ১০০ ওয়াটের ইউএসবি-সি পিডি ৩.০ পোর্ট এবং একটি ১৪০ ওয়াট ইউএসবি-সি১ পিডি ৩.১ পোর্ট। সব মিলিয়ে এটি সর্বোচ্চ ২৭৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
ফ্ল্যাশ প্রো আলট্রার অন্যতম আকর্ষণ ডুয়াল ওএলইডি ডিসপ্লে। এতে ব্যাটারির শতাংশ, অবশিষ্ট চার্জিং সময়, ভোল্ট ও অ্যাম্পিয়ারের তথ্য রিয়েল টাইমে দেখা যাবে।
ডিভাইসটির প্রাথমিক মূল্য ১৬৯ ডলার। কিকস্টার্টার ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা অ্যাপল বা স্যামসাং ওয়াচ চার্জিং প্যাড বেছে নিতে পারবেন। ক্যাম্পেইনের ৩ লাখ ৫০ হাজার ডলার লক্ষ্যমাত্রা অর্জিত হলে বিশেষ স্পেস গ্রে সংস্করণও বাজারে আসবে।