সরকারি পর্যায়ে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি’র ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সরকার। ‘অগ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি’ কারণ দেখিয়ে রাশিয়াভিত্তিক সফটওয়্যারটি সরকারি সিস্টেম ও ডিভাইসে ব্যবহার থেকে কর্মকর্তাদের বিরত থাকার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয় যে, সম্প্রতি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ একটি নির্দেশনা জারি করেছে, যেখানে সরকারি সংস্থাগুলোকে ক্যাসপারস্কির সফটওয়্যার বা ওয়েব পরিষেবা সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও যন্ত্রে স্থাপন করা নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুসারে, আগামী ১ এপ্রিলের মধ্যে সরকারি সকল ডিভাইস ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা থেকে ক্যাসপারস্কির সফটওয়্যার অপসারণ করতে হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের সচিব স্টেফানি ফস্টার নির্দেশনায় বলেন, ‘হুমকি ও ঝুঁকি বিশ্লেষণের পর সিদ্ধান্তে এসেছি যে, ক্যাসপারস্কি ল্যাবের সফটওয়্যার ও ওয়েব পরিষেবার ব্যবহার, সরকার পরিচালিত নেটওয়ার্ক ও তথ্যের জন্য অগ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে। এই ঝুঁকি বিদেশি হস্তক্ষেপ, গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সম্ভাবনার কারণে উদ্ভূত হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে ‘ফাইভ আইস ইন্টেলিজেন্স’ সমঝোতা বাস্তবায়ন করলো অস্ট্রেলিয়া। এর আগে এই সমঝোতায় থাকা সদস্য দেশগুলোর মধ্যে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
এ প্রসঙ্গে ক্যাসপারস্কির মুখপাত্র স্টেফান রোজাচার বলেন, ‘এই সিদ্ধান্তে হতাশ। অস্ট্রেলীয় সরকার আমাদের কোনো প্রকার সতর্কবার্তা বা আলোচনার সুযোগ না দিয়েই এই নির্দেশনা জারি করেছে, যা হতাশাজনক।’
এর আগে, যুক্তরাষ্ট্র গত বছরের জুনে ক্যাসপারস্কির সফটওয়্যারের ওপর সর্বজনীন নিষেধাজ্ঞা জারি করে এবং দেশটির নাগরিকদের ভিন্ন একটি সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানায়। এর পরের মাসে, ক্যাসপারস্কি ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের বাজার ছেড়ে দিচ্ছে, কারণ সেখানে তাদের ব্যবসা আর টেকসই নয়। এ ছাড়াও, ক্যাসপারস্কি গত বছর যুক্তরাজ্যে তাদের কার্যক্রম বন্ধের পরিকল্পনার কথা জানায়।