যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার কোটি ডলারের চিপ কারখানা প্রকল্প বিলম্বের কথা জানিয়েছে সেমিকন্ডাক্টর নির্মাতা ইন্টেল। নিউ অ্যালবানি শহরে প্রথম কারখানাটির নির্মাণকাজ ২০৩০ সালের আগে সম্পন্ন হবে না বলে গত শুক্রবার জানায় কোম্পানিটি।
ইন্টেলের তথ্যানুযায়ী, চিপ কারখানাটি ২০৩০-৩১ সালের মধ্যে চালু হতে পারে, যা প্রাথমিক সময়সীমা থেকে কমপক্ষে পাঁচ বছর পিছিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেয়ার পরিকল্পনা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়। এ বিলম্বের ফলে অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা আরো কঠিন হয়ে উঠতে পারে ইন্টেলের জন্য।
বর্তমানে কঠিন সময় পার করছে একসময়ের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল। কোম্পানিটি নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে অন্য কোম্পানির জন্য চিপ উৎপাদনের চুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করেছিল। তবে এ উচ্চ ব্যয়ের কারণে কোম্পানির আর্থিক অবস্থা আরো চাপের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে ইন্টেল তাদের হারানো বাজার ও সুনাম ফিরে পেতে কাজ করছে বলে জানিয়েছে।
ওহাইও প্রকল্পটি ইন্টেলকে সেমিকন্ডাক্টর বাজারে পুনরায় শক্তিশালী হতে ও যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন খাতকে সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে প্রত্যাশা কোম্পানিসংশ্লিষ্টদের।