বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এ৫৬ স্মার্টফোনটি বিশ্ববাজারে উন্মোচন করেছে টেক জায়ান্ট স্যামসাং। বেশকিছু উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে নতুন এ মডেল। ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ হলো ৪৫ ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং। আগে এ সুবিধা শুধু ফ্ল্যাগশিপ মডেলগুলোয় পাওয়া যেত।
স্যামসাংয়ের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এ৫৬-এ অন্যান্য গুরুত্বপূর্ণ আপগ্রেডের মধ্যে রয়েছে এক্সিনোস ১৫৮০ চিপসেট, একটি বড় ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং একটি মসৃণ ডিজাইন। ফোনটির ডিজাইন সিরিজের অন্য স্মার্টফোনগুলোর তুলনায় পাতলা এবং আরো পরিমার্জিত করা হয়েছে বলে দাবি কোম্পানির। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৪ মিলিমিটার। নতুন মডেলের ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন এসেছে।
৬ দশমিক ৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটির চারপাশের বেজেলগুলো এখন আরো ছোট করা হয়েছে। এটিতে ১ হাজার ৯০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ২০০ নিটস হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) রয়েছে, যা সূর্যের আলোতেও চমৎকার দৃশ্যমানতা নিশ্চিত হয়।
এদিকে ১২ জিবি র্যামের গুঞ্জন থাকলেও ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র্যাম। স্টোরেজ পাওয়া যাবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি স্যামসাংয়ের সুপার ফাস্ট চার্জ ২.০ সমর্থন করে। একটি ৪৫ ওয়াটের চার্জার ৩০ মিনিটে ৬৫ শতাংশ এবং ৬৮ মিনিটে ফুল চার্জ হয়।
স্যামসাং এ৫৬ ডিভাইসটির ক্যামেরার হার্ডওয়্যার অপরিবর্তিত রয়েছে। পেছনে একটি ৫০ মেগাপিক্সেল ও সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
বাজারে স্মার্টফোনটির চারটি কালার আছে। গ্রাফাইট গ্রে, লাইট গ্রে, অলিভ ও গোলাপি। ১২৮ জিবি মডেলের দাম ৪৯৯ ডলার (বাংলাদেশী টাকায় ৬০ হাজার টাকার বেশি) পড়বে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, গ্যালাক্সি এ৫৬ একটি শক্তিশালী মিড-রেঞ্জ ফোন। এতে দ্রুত চার্জিংসহ একটি উজ্জ্বল ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স ও এআই-চালিত ক্যামেরা রয়েছে।