বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে এক বিলিয়ন ডলার বা তার বেশি অর্থদণ্ডের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র মতে, চীনা কোম্পানি শফগোর জন্য তৈরি একটি চিপ হুয়াওয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই প্রসেসর অ্যাসসেন্ড ৯১০বি-তে পাওয়া গেছে। হুয়াওয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, এবং টিএসএমসি’র উৎপাদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়ে।
রিপোর্টে বলা হয়, টিএসএমসি প্রায় ৩০ লাখ চিপ তৈরি করেছে যা শফগোর ডিজাইনের সঙ্গে মিলে গেছে এবং সেগুলো পরোক্ষভাবে হুয়াওয়ের হাতে পৌঁছাতে পারে। বিষয়টি মার্কিন বাণিজ্য বিভাগের নজরে এলে তদন্ত শুরু হয়।
যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি, তবে এমন লঙ্ঘনের জন্য দ্বিগুণ লেনদেনমূল্যের জরিমানা হতে পারে।
টিএসএমসি বলেছে, তারা ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে হুয়াওয়েকে কোনো চিপ সরবরাহ করেনি এবং আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল।