আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। পরবর্তী মডেলের আইফোনে নতুন একটি সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেকে প্রচারিত একটি ভিডিওতে এ তথ্য জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক জন প্রসার।
জন প্রসারের তথ্যমতে, বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে ‘ডুয়াল ভিডিও রেকর্ডিং’ সুবিধা যুক্ত হতে পারে। এই সুবিধার মাধ্যমে সামনের ক্যামেরায় নিজের চেহারা এবং পেছনের ক্যামেরায় আশপাশের দৃশ্য একসঙ্গে ধারণ করা যাবে। তাই সুবিধাটি কনটেন্ট নির্মাতাসহ সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হবে।
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলের ক্যামেরার নকশাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ প্রো মডেলে পরিচিত বর্গাকৃতির ক্যামেরা বাম্পের পরিবর্তে দেখা যেতে পারে লম্বাটে আকৃতির ক্যামেরা মডিউল। সেলফি তোলার জন্য সামনে শক্তিশালী ক্যামেরাও যুক্ত করতে পারে অ্যাপল।
প্রযুক্তিবিশ্বে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে, নতুন সিরিজের সব মডেলের আইফোনে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা যাবে। ফলে বর্তমানের তুলনায় ভালোভাবে সেলফি তোলার পাশাপাশি ভিডিও কল বা ভ্লগিং করা যাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।