মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিশন প্রো’-এর নতুন দুটি মডেল তৈরি করছে অ্যাপল। গতকাল রোববার প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গারম্যান এমনটাই দাবি করেছেন। অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত গারম্যান এও বলেছেন যে, দুটি মডেলের মধ্যে একটিকে ব্যবহারকারীরা অ্যাপলের ম্যাক ডিভাইসের সাথেও যুক্ত করতে পারবেন।
মিক্সড রিয়েলিটি হেডসেট ব্যবসায় অ্যাপল এখনও আশানুরূপ সাফল্য পায়নি। ভিশন প্রো হেডসেটের বিক্রি ততটা হয়নি যতটা অ্যাপল আশা করেছিল। ডিভাইস হিসেবে ভিশন প্রো ব্যবহারের অভিজ্ঞতা দারুন হলেও দৈনন্দিন জীবনে এর ব্যবহারের উপযোগিতা তৈরি হয়নি এখনও। ফলে ৩৫০০ মার্কিন ডলার মূল্যের একটি ডিভাইসকে কেবলমাত্র চমৎকার অনুভূতির আশায় মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এমনটা আশা করা বাড়াবাড়িই বটে।’
তবে অ্যাপল এখনই হাল ছাড়ছে না বলেই দাবি মার্ক গারম্যানের। মিক্সড রিয়েলিটি হেডসেট নিয়ে অ্যাপল কীভাবে এগোবে তা নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরেই আলোচনা হয়েছে বিস্তর। অবশেষে তাঁরা ভিশন প্রো’র দুটি নতুন মডেল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন গারম্যান।
ভিশন প্রো নিয়ে ব্যবহারকারীদের দুটি সবচেয়ে বড় অভিযোগের একটি হচ্ছে এর অত্যধিক দাম। আর সেজন্যই নতুন দুটি মডেলের মধ্যে একটি হতে যাচ্ছে অপেক্ষাকৃত হালকা ও দামের দিক থেকে সাশ্রয়ী। আর অন্য মডেলটির সুবিধা হচ্ছে, এটিকে অ্যাপলের ম্যাক ডিভাইসের সাথে যুক্ত করা যাবে। ফলে হেডসেটের ডিসপ্লেতে কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে বিভিন্ন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
তবে যাই হোক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে হালকা ওজনের একটি অগমেন্টেড রিয়েলিটি চশমা তৈরি করা, যেটা ব্যবহারকারী সারাদিন পরে থাকতে পারবেন। এই চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নে ভিশন প্রো হেডসেটের অব্যাহত উন্নয়ন গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ মাত্র।
উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে অ্যাপল তাঁদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে ভিশন প্রো হেডসেট নিয়ে আসার ঘোষণা দেয়। এরপর ২০২৪ সালে বিশ্বজুড়ে অ্যাপল রিলিজ করে এই মিক্সড রিয়েলিটি হেডসেটটি।