এআই প্রযুক্তির দুনিয়ায় আরও এক নতুন মাইলফলকের পথে এগিয়ে চলেছে ওপেনএআই। জনপ্রিয় কনভারসেশনাল এআই প্ল্যাটফর্ম ChatGPT-এর নতুন সংস্করণ GPT-5 আসছে চলতি বছরের জুন মাসে। আগের মডেলগুলোর তুলনায় এতে থাকবে আরও রিয়েলিস্টিক, হিউম্যান-লাইক কমিউনিকেশন এবং মাল্টিমোডাল ফিচার।
বিশেষজ্ঞদের মতে, GPT-5 আগের যেকোনো এআই মডেলের চেয়ে বেশি প্রাসঙ্গিক, বুদ্ধিমান ও অনুভবক্ষম রেসপন্স দিতে সক্ষম হবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এবার পাবেন আরও স্বাভাবিক কথোপকথনের অভিজ্ঞতা।
এবারের আপডেট শুধু প্রযুক্তি জগতের জন্য নয়, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য ও কনটেন্ট ক্রিয়েশন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
চ্যাটজিপ্ট-৫-এ যা থাকছে নতুন—
উন্নত হিউম্যান-লাইক টোন ও কনটেক্সচুয়াল বুদ্ধিমত্তা
মাল্টিমোডাল ফিচার (টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও ইনপুট সাপোর্ট)
দীর্ঘমেয়াদী মেমোরি সাপোর্ট
আরও শক্তিশালী ওয়েব সার্চ ইন্টিগ্রেশন
কাস্টম চ্যাটবট ডিজাইন করা যাবে আরও সহজে
পরীক্ষামূলক ব্যবহার শুরু মে মাসেই
ওপেনএআই এর একাধিক সূত্র জানায়, GPT-5-এর বিটা ভার্সন কিছু নির্বাচিত ডেভেলপার ও প্রতিষ্ঠানকে মে মাস থেকেই ব্যবহার করতে দেওয়া হবে। আর জুনে আনুষ্ঠানিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান বলেন—
“GPT-5 এমন এক ধরণের মডেল, যেটা মানুষের মতো সংলাপ তৈরি করতে পারবে। এটা শুধু তথ্য জানাবে না, বুঝবেও আপনি কী জানতে চাইছেন এবং কীভাবে বলছেন।”
নিরাপত্তা ও এআই রেসপন্স নিয়ন্ত্রণেও নজর
GPT-5 উন্নত প্রম্পট কন্ট্রোল ও সেফটি গার্ডরেল যুক্ত থাকবে যাতে ব্যবহারকারীরা এআই ব্যবহারে আরও বেশি স্বচ্ছন্দ ও নিরাপদ থাকেন।