বিগত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে কী পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তার পূর্ণ চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। সদস্য হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ, প্রযুক্তিবিদ ফিদা হক, এবং বুয়েটের অধ্যাপক ড. লুতফা আক্তার। গবেষণা সহকারী হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের মো. আজহার উদ্দিন।
টাস্কফোর্সের কাজ কী?
এই টাস্কফোর্স মূলত ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবে:
-
জনবল ও পরামর্শক নিয়োগে অনিয়ম
-
পদোন্নতিতে দুর্নীতি
-
নীতিগত বৈষম্য
-
প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতি
-
লাইসেন্স ব্যবস্থাপনায় অনিয়ম
-
সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনার গরমিল
লক্ষ্য কী?
সব অনিয়ম ও দুর্নীতির পর্যালোচনা করে একটি বিস্তারিত শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশ করবে টাস্কফোর্স। এটি নীতিনির্ধারকদের ভবিষ্যতে খাতটি সংস্কারে সহায়তা করবে বলে প্রত্যাশা।